প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সুতরাং এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।

পিএসসি প্রদত্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের গুরুত্বপূর্ণ একটি বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং এই অংশ থেকে ১০ মার্কস থাকে। নিয়মিত পড়াশোনা ও চর্চার মধ্যে থাকলে এই অংশে ৮/৯ সহজেই পাওয়া যায়।

আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে বিষয়ভিত্তিক প্রস্তুতির Subject Care বাটনে ৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন যুক্ত করা হচ্ছে। ৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে ৮টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে ক্লাস ও লেকচার PDF।

৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
মোট লাইভ পরীক্ষা: ৮টি
কোর্স ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও PDF: ১০টি
আর্কাইভে পরীক্ষার সংখ্যা: ১৪টি
আর্কাইভ প্রশ্ন (টপিকগুরুসহ): ৫০০০+ [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ] লাইভ পরীক্ষা শুরু: ২৪ অক্টোবর, ২০২৪
এছাড়াও থাকছে – টপিকগুরু ও Random Quiz থেকে যত খুশি কুইজ দেওয়ার সুযোগ।

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে
সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

Install Live MCQ App