২০২০ সাল ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের অফিসার জেনারেল পদের ২য় পর্যায়ের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগের JOB ID ছিল 10146 এবং ৯ টি ব্যাংকের তালিকায় থাকা ব্যাংক গুলো হচ্ছে সোনালি ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংকে ৩০ জন, জনতা ব্যাংকে ২৬জন, বাংলাদেশ কৃষি ব্যংকে ১১৬ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৭ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে।

এক নজরে দেখে নিন সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা

combined-9-bank-2nd-step-senior-officer-general-result-2024
Live MCQ App Screenshots

হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

Get Live MCQ on Google Play
Download Live MCQ on the App Store
Download Live MCQ Setup EXE for Windows
Download Live MCQ on the Mac App Store