Live MCQ™

👑 Live MCQ নতুন ফিচার ⎯ OMR দিয়ে পরীক্ষা দিন!

ঘরে বসেই রিয়েল পরীক্ষার মতো OMR দিয়ে পরীক্ষা দিন।

Live MCQ অ্যাপে OMR Sheet-এর মাধ্যমে পরীক্ষা দেয়ার জন্য নতুন ফিচার যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারটির মাধ্যমে আপনি ঘরে বসেই পরীক্ষার হলে বসে রিয়েল পরীক্ষার মতো করে OMR Sheet-এ পরীক্ষা দিতে পারবেন।

প্রিন্টের জন্য OMR ডাউনলোড করুন

ধাপ ১

OMR সিলেক্ট করুন

Enter Exam-এর পর OMR Mode সিলেক্ট করুন।

ধাপ ২

OMR পূরণ করুন

প্রশ্নের নাম্বার অনুসারে OMR ফিল-আপ করুন।

ধাপ ৩

OMR স্ক্যান করুন

আপনার পরীক্ষা শেষ হলে স্ক্যান করুন।

ধাপ ৪

চেক এন্ড সাবমিট

স্ক্যানের পর চেক করে সাবমিট করুন।

প্রিয় ব্যবহারকারীগণ,

Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন।

আপনারা জানেন, পিএসসি ইতোমধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষ সময়ে চূড়ান্ত প্রস্তুতির জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি রুটিন প্রদান করা হয়েছে এবং পরীক্ষা চলমান রয়েছে। Live MCQ ফাইনাল মডেল টেস্টের রুটিনও ঘোষণা করা হয়েছে এবং ২০ এপ্রিল থেকে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা শুরু হবে।

OMR Sheet-এ পরীক্ষা দেয়ার নির্দেশিকা

এই পরীক্ষাটিতে মোট ২০০টি প্রশ্ন রয়েছে। OMR Sheet এর মাধ্যমে পরীক্ষা দেয়ার জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় পাবেন। পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোডের জন্য আরও ১০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

OMR Sheet পূরণের নির্দেশিকা

OMR Sheet সঠিকভাবে পূরণ করার জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন:

কলমের ব্যবহার

OMR Sheet পরিচ্ছন্ন রাখুন

OMR-এর বৃত্ত পূরণের নিয়ম

সময় ব্যবস্থাপনা

যা করা যাবে না

পরীক্ষা দেয়ার সময় লক্ষণীয়

Live MCQ এর OMR Sheet-এ পরীক্ষা দেয়ার সময় লক্ষণীয় বিষয় গুলা নিন্মরুপ:

শুধুমাত্র Live MCQ কর্তৃক প্রদত্ত OMR Sheet-এ পরীক্ষা দেয়া যাবে। অন্য কোন ডিজাইনের OMR Sheet সিস্টেম ডিটেক্ট করতে পারবে না।

কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে MCQ পরীক্ষার উত্তরপত্রের সবকিছু পূরণ করতে হবে।

বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে ভিতরের লেখাটি দেখা না যায়।

সঠিক উত্তর জানা না থাকলে প্রশ্নটি Skip করতে পারবেন।

প্রশ্নপত্রে দেয়া উত্তরপত্রে প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তরের বৃত্ত রয়েছে। তার মধ্য হতে সঠিক উত্তরের বৃত্তটি পরিচ্ছন্নভাবে সম্পূর্ণ ভরাট করতে হবে।

চারটি অপশনের যেকোন একটি শুধু ভরাট করতে পারবেন। একই প্রশ্নের একাধিক বৃত্ত ভরাট করলে আপনার উত্তর ভুল হিসেবে গণ্য হবে।

উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা ছাড়া এবং নির্দেশিত স্থান ব্যতীত অন্য কোন স্থানে কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ। লিখলে সিস্টেম তা ডিটেক্ট করতে পারবে না।

খসড়ার জন্য পৃথক কাগজ ব্যবহার করা যাবে। OMR Sheet এর কোন অংশে খসড়া করা যাবে না।

Live MCQ OMR শিট প্রিন্ট করার নির্দেশাবলি

Live MCQ প্রদত্ত OMR Sheet-টি প্রিন্ট করার সময় নিচের বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে:

প্রিন্ট এরিয়া

প্রিন্টে PDF এর সকল অংশ আসতে হবে। বিশেষ করে MCQ অংশের চারপাশের ৪টি কালো বক্স (■) যেন সঠিকভাবে প্রিন্ট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই বক্সগুলোর কোন অংশ কেটে গেলে বা আকার বিকৃতি ঘটলে স্ক্যানে সঠিক ফলাফল আসবে না। প্রিন্ট করার সময় প্রয়োজনে প্রিন্টারের “Fit to Printable Area” অপশনটি চালু করে নিন।

কালার কোয়ালিটি

প্রিন্ট রঙিন কিংবা সাদাকালো হতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে প্রিন্টে কালির কোয়ালিটি যেন ঠিক থাকে। ঝাপসা, কিংবা আংশিক ঝাপসা প্রিন্টের OMR Sheet আমাদের সিস্টেম স্ক্যানে ডিটেক্ট করতে পারবে না।

কোনো পরিবর্তন নয়

প্রদত্ত PDF টি হুবুহু প্রিন্ট করতে হবে। প্রিন্টের কোন অংশে অতিরিক্ত কোন লোগো, টেক্সট, চিহ্ন, ওয়াটারমার্ক থাকা চলবে না।

পরীক্ষা দেয়ার পদ্ধতি

এক নজরে Live MCQ অ্যাপে OMR Sheet এর মাধ্যমে পরীক্ষা দেয়ার পদ্ধতি