প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়য়ের একটি বিজ্ঞপ্তিতে আগামী ৯ জুন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা নির্ধারন করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৯ জুন শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে প্রার্থীর রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট তারিখে তার ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল জেলার মৌখিক পরীক্ষা সর্বশেষ তারিখের পূর্বে শেষ হবে সে সকল জেলার ফলাফল দ্রুত প্রেরণ করতে হবে। প্রতিদিন গড়ে ৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে।
এর পূর্বে গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। এবং গত ২১ এপ্রিল ২০২৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রাকশিত হয়। যেখান থেকে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রার্থীকে যেসব কাগজপত্র জমা দিতে হবে:
অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / পৌরসভা / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পোষ্য সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
উপরে উল্লেখিত কাগজপত্রগুলো আগামী ৬মে ২০২৪ এর মধ্যে ন্যূনতম ৯ম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিক ভাবে জমা দিতে হবে এবং প্রাপ্তি স্বীকার গ্রহণ করতে হবে। উল্লেখ্য যে আগামী ৬মে ২০২৪ এর মধ্যে প্রার্থী উল্লেখিত কাগজপত্র জমাদানে ব্যার্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না।
Leave A Comment