বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত করা হয়। এর আগে ১৭ মে ২০২৪ তারিখে বেলা তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত রাজধানী ঢাকার ছয়টি কেন্দ্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার পরবর্তী তারিখ প্রার্থীদের SMS এবং সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.esc.gov.bd পরিবর্তিত পরীক্ষার তারিখ টি প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে গত ১৬ জুন ২০২৩ তারিখে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ২৮ মার্চ ২০২৪ তারিখে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় যেখানে ৪৬৮ টি শূন্য পদের বিপরীতে সর্বমোট ১৯ হাজার ৫ শত ৬২ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।
Leave A Comment