সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৪ মে ২০২৪ তারিখে সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যাপী ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ইংরেজিতে ২৫, বাংলায় ২৫, সাধারণ গণিতে ২০, সাধারণ জ্ঞানে ২০ এবং বেসিক কম্পিউটার স্কিলে ২০ নম্বর রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৫৪ টি কেন্দ্রে এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষায় মোট শূন্য পদের সংখ্যা ২৪১৬ টি। ৫৪ টি কেন্দ্র তালিকা ও রোল নম্বর নিম্নে প্রকাশ করা হল।
এর আগে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ২০২১ সাল ভিত্তিক এই সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবং পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২৪ তারিখে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির Job ID 10183 এবং সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।
Leave A Comment