প্রিয় চাকরি প্রার্থীগন আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন শুরু হবে। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

আবেদনের যোগ্যতা:

বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮২০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২. / সমমান)

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক

শারীরিক যোগ্যতা:

বিবরণ

পুরুষ প্রার্থী

নারী প্রার্থী

উচ্চতা

মেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি; শহিদ মুক্তযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে 

মেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি; শহিদ মুক্তযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। 

বুকের মাপ

মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

ওজন

বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে

বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি

/

/

Install Live MCQ App Button

এক নজরে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Install Live MCQ App Button

অনলাইনে আবেদনের নিয়মাবলী:

১ম ধাপ:

ক. http://police.teletalk.com.bd -এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;
খ. আবেদনের সময় ০১ অক্টোবর ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৫ অক্টোবর ২০২৪ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;
গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;
ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;
ঙ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল
তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
চ. প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে;

দ্বিতীয় ধাপ:
প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে;
প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

হেল্পলাইন:

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে; User ID জানা থাকলে TRC<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example: TRC Help User ABCDEF & Send to 16222
PIN Number জানা থাকলে TRC<space> Help <space> PIN <space> PIN No & Send to 16222 Example: TRC Help PIN 1234567890 & Send to 16222
আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১-এ কল করে প্রথমে ৮, অতপর ১-এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে অথবা ০১৫০০১২১১২১-এ সরাসরি কল করে অপারেটরের সহযোগিতা নেওয়া যাবে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের নির্বাচন পদ্ধতি, প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন সুযোগ সিবিধা সহ বিস্তারিত তথ্য সার্কুলারে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদ টি সরকারি বেতন স্কেল ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত।