ব্লগRoutine১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন

১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেনএবং পড়াশোনার সাথে আছেন। আমরা সকলেই জানি, PSC বিসিএস ছাড়াও ৯ম – ২০তম গ্রেডের চাকরির নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সরকারি বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে এবং প্রতি বছর এসব চাকরিতে প্রচুর জনবল নিয়োগ পেয়ে থাকে।

সরকারি হিসাবে বর্তমানে বিভিন্ন গ্রেডে ৬ লাখের বেশি পদ খালি রয়েছে যার একটি বড় অংশ হলো ১৪-২০তম গ্রেডের পদ। এসব পদের জন্য নিয়োগ পরীক্ষাগুলোতে প্রতিনিয়ত প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আর তাই এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য সুন্দর ও গোছানো প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বিসিএস পরীক্ষা ৩/৫ বার দিতে পারবে বা বিভিন্ন ধরণের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা চলছে। তবে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে, ১৪-২০তম গ্রেডের চাকরিতে এই ধরণের কোন সীমাবদ্ধতা থাকছে না। সুতরাং, এই চাকুরিগুলোতে সবার জন্য যেকোন মুহূর্তে পরীক্ষা দেওয়ার এবং চাকরি পাওয়ার সুযোগ থাকছে।

দীর্ঘদিন থেকেই Live MCQ-তে ৯ম – ১৩তম ও ১৪তম – ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির ব্যবস্থা রয়েছে। তারই ধারাবাহিকতায় ১৪-২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য এই নতুন রুটিন প্রদান করা হচ্ছে।

১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিনে থাকছে:

  • মোট লাইভ পরীক্ষা: ৮০টি
  • লাইভ পরীক্ষা শুরু: ১০ নভেম্বর, ২০২৪
  • বিষয়ভিত্তিক পরীক্ষা – ৬০টি
  • ফুল মডেল টেস্ট – ১০টি
  • রিভিশন পরীক্ষা: ১০টি
  • আর্কাইভের প্রশ্ন: ২৬০০টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন

১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ১
১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ২
১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ৩
১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ৪
১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ৫

Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

এছাড়াও ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন জন্য নতুন রুটিনে পরীক্ষা চলমান রয়েছে।

১৪-২০তম গ্রেডের চাকরির উল্লেখযোগ্য পদ:

  • মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর
  • সাটঁলিপিকার কাম – কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
  • কম্পিউটার অপারেটর
  • ডাটা এন্ট্রি অপারেটর
  • বিভিন্ন কর্মকর্তার ব্যক্তিগত সহকারী
  • অফিস সহকারী
  • ক্যাশিয়ার
  • হিসাব রক্ষক/ হিসাব সহকারী ইত্যাদি

আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনার প্রয়োজনীয় আত্মবিশ্বাস তৈরি করবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

2 জনের মতামত “১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন

  1. ১৪ তম গ্রেড এর চাকরি প্রস্ততি নিতে চাই

    1. ১৪-২০তম গ্রেডের প্রস্তুতি নিতে অনুগ্রহ করে Live MCQ অ্যাপটি ইনস্টল করুন –

      🟢Live MCQ এন্ড্রয়েড অ্যাপ –
      https://play.google.com/store/apps/details?id=com.livemcq.livemcq

      🟢আইফোন ভার্সনঃ https://apps.apple.com/app/id1644524044

      বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ করুন- https://m.me/livemcq

      অথবা, কল করুন:
      📱 01701-377322

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।