প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা অনুসারে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সবাইকে অভিনন্দন ও ভাইভার জন্য শুভকামনা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট, ২০২৫ তারিখ থেকে।
একনজরে ফলাফল সম্পর্কিত বিস্তারিত-
- মোট উত্তীর্ণ: ৫২০৬ জন।
- সহকারী সার্জন ⎯ ৪,৬৯৫ জন।
- সহকারী ডেন্টাল সার্জন ⎯ ৫১১ জন।
- ভাইভা শুরু: ৬ আগস্ট, ২০২৫।
- লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীর সংখ্যা: ৪১ হাজার ২৫ জন
- ফলাফল লিঙ্ক: https://go.livemcq.com/48th-special-bcs-result
Leave A Comment