ব্লগJob CircularsBREB Job Circular২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ২ ক্যাটাগরির ২১৫০ টি শূন্য পদে লোকবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৪ মে ২০২৫ তারিখে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ২ ক্যাটাগরির মধ্যে “বিলিং সহকারী (অন-প্রবেশন)” পদে ৬৯০ জন এবং “মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার” পদে ১৪৬০ জন নিয়োগ দেয়া হবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

  • আবেদন শুরুর তারিখ: ২০ মে ২০২৫ (সকাল ১০:০০ ঘটিকা)
  • আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৫ (বিকাল ৫:০০ ঘটিকা)
  • অনলাইনে আবেদনের লিংক: http://brebhr.teletalk.com.bd/
  • আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছর

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Palli Bidyut Job Circular 2025

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

40 জনের মতামত “২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

    1. আপনার প্রশ্নটি স্পষ্ট নয়। অনুগ্রহ করে জানাবেন আপনি মূলত কি জানতে চাচ্ছেন?

      1. পরীক্ষার বিষয়ে কি নতুন কোন খবর আছে। মানে আনুমানিক কবে হতে পারে দয়া করে একটু জানাবেন প্লিলিজ

  1. পল্লী বিদ্যুত্যায়ন বোর্ডের নিয়ম অনুসারে পরীক্ষা হওয়ার সম্ভবত কত তারিখে হতে পারে

      1. আচ্ছা এই সার্কুলারটা কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে।

        1. এখনো পর্যন্ত এমন কোন অফিসিয়াল ঘোষণা আসেনি।

          1. পরীক্ষা হবে কি হবে না নতুন কোন খবর আছে। আমি শুনলাম ১৮ তারিখে পরীক্ষা এটা কতটা সত্যি

          2. পরীক্ষার তারিখ সংক্রান্ত বিষয়ে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। ঘোষণা আসামাত্রই আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
            কাইন্ডলি নিয়মিত পোস্টগুলো খেয়াল রাখুন। ধন্যবাদ।

      1. না আপু। পরীক্ষা তারিখ ঘোষণা করা হলে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

    1. এই বিষয়ে এখনো কোন ঘোষণা আসেনি। কাইন্ডলি আমাদের পেইজ ও গ্রুপের পোস্টগুলো খেয়াল রাখুন।

      ঘোষণা আসামাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

      1. পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে কি পরীক্ষার বিষয়ে নতুন কোন খবর প্রকাশ করেছে।

        1. পরীক্ষার তারিখ সংক্রান্ত বিষয়ে এখনো কোন ঘোষণা আসেনি।
          ঘোষণা আসা মাত্রই আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

          1. ভাইয়া পরীক্ষা কি হবে না। তারা আরো কবে পরীক্ষার ডেট প্রকাশ করবে

          2. হবে,পরীক্ষার ডেইট এখনো প্রকাশিত হয়নি।

      2. মিটর কাম রেডিং পদে কি ৩০ বছরে আবেদন করা যায়।

        1. জি, না।
          শুধুমাত্র ১৮-২৫ বছর বয়স হলে আবেদন করা যাবে।

    1. সরকারি চাকরির বয়সসীমা অনুযায়ী সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।

    1. এখনো পরীক্ষার তারিখ প্রকাশিত হয়নি।

        1. এই মুহূর্তে উল্লিখিত সার্কুলার সম্পর্কে নতুন কোনো তথ্য আমাদের হাতে নেই। ধন্যবাদ।

          1. বিদ্যুতায়ন বোর্ড এর অস্তিতিশীল আরো কতদিন চলবে। তারা কি এখনো কোন নতুন সিদ্ধান্ত নিতে পারে নি। সবকিছু যেবাবে চলমান ছিলো সেসব কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। ধীর গতিতে চলতিছে তাদের কার্যক্রম এভাবে চলতে থাকলে তো সবাই বিশ্বাস হারিয়ে ফেলবে।

          2. তারা কি আসলেই পরীক্ষা নিবে না। দেখতে দেখতে ২ টা মাস পার হয়ে গেলো অথেচ তাদের কোন প্রকার নোটিশ নেই। এভাবে আরো কতদিন জুলিয়ে রাখবে আমাদের

          3. কবে পরীক্ষা হবে ভাইয়া দয়ে করে একটু বলবেন

  2. মিটার রিডার পদে কি নতুন কোন সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে

    1. নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে, নতুন করে কোন সার্কুলার প্রকাশ করা হলে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

      1. বিদ্যুতায়ন বোর্ড এর অস্তিতিশীল আরো কতদিন চলবে। তারা কি এখনো কোন নতুন সিদ্ধান্ত নিতে পারে নি। সবকিছু যেবাবে চলমান ছিলো সেসব কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। ধীর গতিতে চলতিছে তাদের কার্যক্রম এভাবে চলতে থাকলে তো সবাই বিশ্বাস হারিয়ে ফেলবে।

    1. না ভাইয়া। নতুন কোন আপডেট আসলে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

  3. সবাই বলতিছে ১৪ নভেম্বরে পরীক্ষা হবে এইটা কি শিওর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।