প্রিয় ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদপ্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ীর অধীন বন অধিদপ্তরের ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদের সংরক্ষিত প্যানেল / অপেক্ষমাণ মেধা তালিকা হতে নিম্ন বর্ণিত রেজিট্রেশন নম্বরধারী ২৫ জন প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আজ ২৯ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)

মনোনীত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর: ০০০০৭০, ৩০০১৭৭, ৩০০০২৪, ০০০৮৫২, ০০১০৪৯, ০০১০৫২, ০০০৭১৯, ০০১৪৬১, ০০১৩২২, ০০১০৯৩, ৮০০০০৪, ০০০১০৫, ৩০০১৯৮, ০০০৫১৫, ০০০৫১৬, ০০১০১৩, ২০০১৪৫, ০০০৬২৪, ০০০৬৭৯, ০০০৯৮৩, ২০০০১৩, ০০১২৩৯, ৮০০০৯৬, ৩০০২৬০, ০০১০৪০ = ২৫ জন।

ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদে অপেক্ষমাণ তালিকা থেকে মনোনয়নের নোটিশ

ফরেস্ট রেঞ্জার : ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী মনোনয়ন

নতুন করে মনীনিত প্রার্থীদের জন্য করনীয়:

০১। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সকল সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করেছে যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীকে সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

০২। সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোন যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

০৩। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষনা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।

০৪। প্রকাশিত ফলাফলে কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করে।

Install Live MCQ App