ব্লগJob Circularsভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩০১৭

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩০১৭

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ৩০১৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (সংশোধিত) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ৬ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ২৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত। বিস্তারিত জানতে ক্লিক করুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (সংশোধিত) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত ৩০১৭টি শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।

  • আবেদন শুরুর তারিখঃ ২৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা
  • আবেদন পত্র জমাদানের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৪ বিকাল ৫ টা

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

74 জনের মতামত “ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩০১৭

    1. চাকরির প্রস্তুতি সংক্রান্ত যেকোনো সহযোগীতার জন্য আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন। অথবা আমাদের কল করুন +880 1701-377322 নাম্বারে।

      1. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চাকরির পরীক্ষা কত তারিখ শুরু হবে। আমার মোবাইলে এখন এস এম এস আসে নাই।

        1. ইতোমধ্যে কিছু পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
          অন্যান্য পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে সে বিষয়ে আপনার আবেদনকৃত যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।

          1. যাঁচ মোহরার পরিক্ষা কবে হতে পারে,, বললে উপকৃত হবো।।

          2. পরীক্ষার তারিখ এখন পর্যন্ত প্রকাশ করা হয় নি। পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে সে বিষয়ে আপনার আবেদনকৃত যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।

    2. কোন পদে কতজন প্রার্থী আবেদন করেছে এবং সর্বমোট আবেদন সংখ্যা কত

      1. এ বিষয়ে নির্ধারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি।আপডেট পেতে আমাদের ওয়েবসাইট, পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।

      2. অফিস সহায়কের পদের ইন্টারভিউ কার্ড কবে পাবো এটা কি বলতে পারবেন

        1. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ নজর রাখুন। পরীক্ষার তারিখ দেয়া হলে আপডেট আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানানো হবে।

  1. ভুমি মন্ত্রনালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কি আপলোড করবেন?

    1. এই মূহুর্তে ভূমি মন্ত্রণালয়ের কোনো প্রশ্ন আমাদের আর্কাইভে নেই। ভবিষ্যতে যুক্ত করা হলে জানিয়ে দেওয়া হবে।
      আপডেট পেতে Live MCQ পেইজ ও গ্রুপের পোস্টে নজর রাখুন।

    2. আমার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট আছে।
      সার্কুলারে যেহেতু সার্ভেয়িং টেকনোলজি উল্লেখ করা আছে সেহেতু আমি বুঝতে পারতেছি না আমি কি ২, ৩ এবং ৪ নং পদে আবেদন করতে পারবো?
      প্লিজ রিপ্লাই মেসেজ

  2. Pingback: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভেবে শুরু করবেন | Live MCQ™
    1. নিয়মিত আপডেট পেতে আমাদের পেইজ, গ্রুপ ও ওয়েবসাইটে খেয়াল রাখুন।

      1. পরীক্ষার তারিখ এখন পর্যন্ত দেয়া হয় নি।
        আপডেট পেতে আমাদের Live MCQ পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।

  3. এইচএসসি পাশে আবেদন করা যাবে না??
    গাজীপুর আমি

    1. জি।সার্কুলারে দেয়া পদের ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।অনুগ্রহ করে সার্কুলার দেখুন।

  4. এই পরীক্ষায় কী সুনামগঞ্জ এলাকার লোক দিতে পারবে ।

      1. ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

          1. সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয় নি। আপডেট পেতে আমাদের পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রেখুন।

      2. স্যার কেমন আছেন।
        আমি বলতে চাইছি অস্থায়ী ভাবে লোক নিবে তো কত দিন পর বাদ করে দিবে জানাবেন প্লিজ
        আর বেতন সম্পর্কে কিছু বলবেন দয়া করে কেমন কি বেতন জ

    1. যাঁচ মোহরার পদে এপ্লাই করছিলাম কিন্তু এসেমেস আসে নাই,,এই পদের পরিক্ষা কবে হবে বললে উপকৃত হবো।।

      1. পরীক্ষার তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয় নি।তারিখ দেয়া হলে সে বিষয়ে আপনার আবেদনকৃত যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।
        এছাড়া, আপডেট পেতে আমাদের পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।

    1. যেহেতু একাধিক পদে আবেদন করা যাবে না- এরকম কোনো শর্ত নেই, তাই একাধিক আবেদন করতে পারবেন।

      1. পেশকার পদে পরীক্ষা কবে এবং কিভাবে হবে??

        1. পেশকার পদের পরীক্ষাগুলো মূলত লিখিত এবং মৌখিক পরীক্ষা হয় হয়ে থাকে। কিছু পদের পরীক্ষা ইতোমধ্যে নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য পদের জন্য পরীক্ষা নেয়া হবে।
          পরীক্ষার তারিখের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আপডেট পেতে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টে খেয়াল রাখুন।

    2. পরীক্ষা কি নিজ নিজ জেলায় নাকি শুধু ঢাকাতেই হচ্ছে

      1. ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    1. যেহেতু একাধিক পদে আবেদন করা যাবে না- এরকম কোনো শর্ত নেই, তাই একাধিক আবেদন করতে পারবেন।

    2. আমার অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি হারিয়ে গিয়েছে।
      এখন কিভাবে এটা আবার প্রিন্ট করা সম্ভব
      যদি দয়া করে একটু বলতেন

      1. ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এপ্লিকেন্ট কপি পুনরায় ডাউনলোড করতে পারবেন।

  5. এসব এসে সি সার্টিফিকেট আবেদন করা যাবে

    1. স্নাতক বা সমমান পাস/ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি/এইচএসসি বা সমমান পাস/এইচএসসি বা সমমান পাস থাকতে হবে।

  6. আজ আবেদন করে টাকা কি ৩০ তারিখ হতে ৭২ ঘন্টার মধ্য পেমেন্ট করা যাবে

    1. আবেদন করতে পারবেন তবে পেমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

    2. পরীক্ষার তারিখ টা কি কেউ বলতে পারবেন।

      1. ২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।

    1. যেহেতু একাধিক পদে আবেদন করা যাবে না- এরকম কোনো শর্ত নেই, তাই একাধিক আবেদন করতে পারবেন।

  7. সারভিং টেকনোলজি যেহেতু উল্লেখ করা আছে সেহেতু আমি ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ সার্টিফিকেট দিয়ে কি ২,৩ কিলবা ৪নং পদে আবেদন করতে পারব? প্লিজ রিপ্লাই দিবেন

    1. ২নং সার্ভেয়ার, ৩ নং ট্রাভার্স সার্ভেয়ার, ৪নং কম্পিউটার এই ৩ টি পদেই আবেদন করতে পারবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন জানতে এই লিংকে ক্লিক করুন।

  8. স্যার কেমন আছেন।
    আমি বলতে চাইছি অস্থায়ী ভাবে লোক নিবে তো কত দিন পর বাদ করে দিবে জানাবেন প্লিজ
    আর বেতন সম্পর্কে কিছু বলবেন দয়া করে কেমন কি বেতন

    1. আলহামদুলিল্লাহ।আপনি কেমন আছেন?

      বেতন ১৩ তম থেকে ২০ তম গ্রেড। আর প্রথম অবস্থায় শিক্ষানবিশ থাকে বিধায় অস্থায়ী বলা হয়।

  9. পরীক্ষা কি লিখিত হবে নাকি এমসিকিউ, আর কার্টমার্ক কত হয়

    1. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা লিখিত (MCQ) হয়ে থাকে।
      লিখিত (MCQ), মৌখিক এবং মৌখিক পরীক্ষার পর কিছু পদে ব্যবহারিক পরীক্ষাও হয়ে থাকে। পরীক্ষা নিয়ে ফল প্রকাশের পূর্বে কাটমার্ক সম্পর্কে এখুনি নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

  10. বড়,,,, প্রত্যেক পদের জন্য কি আলাদা করে প্রশ্ন চাপানো হবে নাকি,,,প্লিজ রিপ্লাই করার চেষ্টা করিয়েন,,,পারলে একটু সাহায্য করিয়েন অফিস সহায়ক পদে কি কি প্রশ্ন আসতে পারে ধারণাটা দিলে খুশি হব,,,প্রথমে কি এমসিকিউ পরীক্ষা হবে নাকি

    1. আপনি মূলত কোন পদের জন্য আবেদন করেছেন, কাইন্ডলি সেটি জানাবেন।

    2. ভাইয়া পরীক্ষা কি হয়ে গেছে।
      আমি তো আবেদন করেছিলাম আমার তো কোনো মেসেজ আসেনি মোবাইলে। প্লিজ ভাই এই বিষয় টা একটু জানাবেন। তা হলে কি আমি পরীক্ষা দিতে পারব না। আমি অফিস সহায়ক পদে আবেদন করেছিলাম।

      1. ইতোমধ্যে কিছু পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অফিস সহায়ক পদের পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয় নি। অন্যান্য পদের জন্য পর্যায়ক্রমে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার আবেদনের সময় দেয়া যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।

  11. পেশকার পদে পরীক্ষা কবে হবে এবং কি ধরনের পরীক্ষা হবে??

    1. পেশকার পদের পরীক্ষাগুলো মূলত লিখিত এবং মৌখিক পরীক্ষা হয় হয়ে থাকে।
      পরীক্ষা কবে হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আপডেট পেতে আমাদের পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।

  12. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চাকরির পরীক্ষা কত তারিখ শুরু হবে। আমার মোবাইলে এখন এস এম এস আসে নাই।

    1. ইতোমধ্যে কিছু পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য পদের জন্য পর্যায়ক্রমে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার আবেদনের সময় দেয়া যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।

  13. রেকর্ড কিপার পদের পরীক্ষা কবে হবে।

    1. রেকর্ড কিপার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে সে বিষয়ে আপনার আবেদনকৃত যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।

  14. খরিজ সহকারী পরিক্ষা এখন ও কী হয়েছে প্লিজ জানাবেন,

    1. খরিজ সহকারী পদের পরীক্ষা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় নি।

    2. কবে পরীক্ষা হবে , না হবে না ,, চাকরির আশায় থেকে বিয়ে করতে পারছি না , প্লীজ একটু তারা তারি জানাবেন কোন পরীক্ষা হবে

      1. দেশের সার্বিক পরিস্থিতে ঠিক হলে আশা করছি দ্রুতই পরীক্ষাগুলো নেয়া হবে।
        বর্তমানে আসলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।