ব্লগRoutine৪৭তম বিসিএস English Wizard পরীক্ষা প্রস্তুতির রুটিন (ক্লাস সহ)

৪৭তম বিসিএস English Wizard পরীক্ষা প্রস্তুতির রুটিন (ক্লাস সহ)

প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ক্লাসসহ ৪৭তম বিসিএস English Wizard পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন সংক্রান্ত আজকের ব্লগে আপনাদের স্বাগতম। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের ইংরেজি ব্যাকরণ অংশ থেকে ২০+ মার্কস থাকে। ইংরেজি গ্রামার নিয়ে আমাদের প্রায় সকলেরই এক ধরণের ভীতি কাজ করে। আবার চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে। ৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে ইংরেজি গ্রামারের প্রস্তুতির জন্য নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন ক্লাস সিরিজসহ পরীক্ষার রুটিন প্রদান করা হচ্ছে। আমাদের বিশ্বাস নতুন এই রুটিন আপনার ইংরেজি ভীতি দূর করে চাকরির প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।

বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ২২টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে নতুন ৩৭টি ক্লাস ও লেকচার PDF। তাছাড়া, আগের রাউন্ডের সকল ক্লাস ও পরীক্ষাও থাকবে।

আরও দেখুন: যা যা থাকছে Live MCQ English Wizard Grammar বইটিতে

৪৭তম বিসিএস English Wizard পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

  • মোট ক্লাস ও PDF: ৩৭টি
  • ক্লাস শুরুর তারিখ: ১৫ নভেম্বর, ২০২৪
  • মোট লাইভ পরীক্ষা: ২২টি
  • পরীক্ষা শুরুর তারিখ: ১৯ নভেম্বর, ২০২৪

এছাড়াও থাকছে আগের রাউন্ডের –

  • ক্লাস: ১০৮টি
  • আর্কাইভ প্রশ্নসংখ্যা: ৪০০০টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

৪৭তম বিসিএস English Wizard পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

৪৭তম বিসিএস English Wizard পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

ক্লাস দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন। আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
4.5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।