ব্লগExam Dateসমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (৯ম গ্রেড) Job Id- 10201 এর নিমিত্তে ৯৭৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা ৪৪টি কেন্দ্রে আগামী ১৬ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৮ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা

এক নজরে সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেখুন

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।