ব্লগResultsসমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪

সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪

সমন্বিত ৯ ব্যাংকে অফিসার জেনারেল পদে ১৭৬৩ পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত এই পদের Job ID ছিল 10147। উক্ত নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় পর্যাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নির্ধারন করা হয়েছে। ১৭৬৩ জন প্রার্থীকে তাদের পছন্দক্রম অনুযায়ী উল্লেখিত ব্যাংক গুলোতে নিয়োগ প্রধান করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বমোট ১৭৬৩ টি শূন্য পদের মধ্যে নিম্ন লিখিত ব্যাংক গুলোতে সোনালী ব্যাংক পিএলসি – ২২৭ জন, জনতা ব্যাংক পিএলসি – ১১৬২ জন, রূপালী ব্যাংক পিএলসি – ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড – ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক – ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক – ৭৭ জন, প্রবাসী কল্যাণ ব্যাংক – ১৫ জন, কর্মসংস্থান ব্যাংক ১৩ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ – ২ জন নিয়োগ পাবেন।

সমন্বিত ৯ ব্যাংকে অফিসার জেনারেল পদে ১৭৬৩ পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা নিম্নরূপ

সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪
সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪
সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪

হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।