বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার্স এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাব ইন্সপেক্টর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি জানিয়েছে। আগামী ২২ ও ২৩ মার্চ ২০২৪ তারিখে এই পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।
আগামী ২২ মার্চ (শুক্রবার) সকাল ০৯টা থেকে ১২টা পর্যন্ত ইংরেজি ও বাংলা রচনা এবং কম্পোজিশন বিষয়ের এবং ২৩ মার্চ (শনিবার) সকাল ০৯টা থেকে ১২টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও গণিত ও দুপুর ০২টা থেকে ০৩টা পর্যন্ত মনস্বত্ব বিষয়ের পরীক্ষা সংশ্লিষ্ট রেঞ্জাধীন কেন্দ্র অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, সংশ্লিষ্ট রেঞ্জাধীন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র ও বিস্তারিত তথ্য যথাসময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
সকল পরীক্ষার্থীর জন্য Live MCQ-এর পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা। হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
Thanks for your appreciation.Our in House Developers has created this site and these internal information is confidential.you are most welcome and best Wishes for you.