প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি চাকরিতে অপেক্ষমাণ তালিকা বাধ্যতামূলক করে- পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সকল গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করা হয়েছে।

২৫ আগস্ট, ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্র অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেয়া হবে। এ তালিকার মেয়াদ থাকবে এক বছর; তবে কোনো কারণে এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অপেক্ষমাণ তালিকা আর কার্যকর থাকবে না।

পরিপত্র জারি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

Install Live MCQ App