ব্লগJob Circulars৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি | 46th BCS Preliminary Exam Date

৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি | 46th BCS Preliminary Exam Date

৪৬তম বিসিএস প্রিলিমিনারি তারিখ ঘোষনা

সব দ্বিধাদ্বন্দের অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ মার্চ নির্ধারিত হয়েছে ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ। আজ (১৮ জানুয়ারি, ২০২৪) বৃহস্পতিবার পিএসসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ৯ মার্চ দেশের বিভাগীয় শহরগুলোতে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী সময়জুড়ে ২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষাটি নেয়া হবে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এই ঘোষণার ফলে ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের সময় নির্ধারিত হয়ে গেল। অর্থ্যাৎ এবার বিসিএস প্রিলিতে অংশগ্রহণকারীরা নিজেদের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে আর মাত্র এক মাস ২০ দিন সময় পাবেন।

আপনাদের এই শেষ সময়ের বিসিএস প্রিলি প্রস্তুতি যথাযথ ও নিখুঁত হোক, এই শুভ কামনায়,
Live MCQ টিম

বিশেষভাবে মনে রাখবেন: 46th bcs preliminary exam date – 9th March, 2024.

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।