ব্লগExam Date১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৪ মে ২০২৪

১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৪ মে ২০২৪

১৭ তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭তম বিজেএস পরীক্ষার তারিখ ৪ মে ২০২৪ তারিখে নির্ধারন করা হয়। রাজধানী ঢাকার ৩ টি পরীক্ষা কেন্দ্রে (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত বিজ্ঞপ্তিতে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষার্থীদের করনীয় এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলীও প্রদান করা হয়েছে।

এর আগে গত গত ১৯ ফেব্রুয়ারি ১৭ তম বিজেএস সার্কুলার সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছিল। উক্ত নিয়োগে মোট পদ সংখ্যা ১০০ টি।Live MCQ এ চলছে সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির রুটিন। ১৭তম বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিতে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির রুটিন টি অনুসরণ করুন।

এক নজরে দেখে নিন ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, পরীক্ষার্থীদের করনীয় এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী

17th bjs preliminry exam date 2024
Live MCQ App Features

হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।