Live MCQ এর কোর্স করার পরে মূল পরীক্ষায় বেশি আনকমন আসবে না
একটা পোস্ট দেখলাম যে, লাইভ এমসিকিউ তে ফেল করেন সমস্যা নেই। শেষ হাসি হাসবেন। কথাটা একেবারে মিথ্যা নয়।
ছোট একটা ঘটনা শেয়ার করি, ১২/১৩ অক্টোবর এ প্রথম মনে হলো একটা মডেল টেস্ট দেই টাইম ম্যানেজমেন্ট এর জন্য হলেও। Live MCQ তে দিলাম ৮৭ পাইলাম (কাট মার্ক্সস থেকে বেশ কম ১০০+ ছিল বোধহয়)। ভয় পেয়ে প্রিসেপটর্স এর মডেল টেস্ট কিনলাম ১১৫-১২৫ রেঞ্জে থাকলো ১০/১২ দিলাম সবগুলাতেই। (একদিনে ২ টাও দিছি)
আবার সাহস নিয়ে Live MCQ আরেকটা দিলাম ৭০ আসলো। নেক্সট দিনে আবার প্রিসেপটর্স এ ১২০+ আসলো। (এর আগে Live MCQ (তও ১১০+ পাইছি)
পরে Live MCQ এর এক পোস্টের কথা মনে পড়লো, মোরাল এমন ছিল যে আমরা ইচ্ছা করেই কঠিন বা আনকমন দেই যাতে হলে সেম সিচুয়েশন আসলেও যাতে না ঘাবড়ান।
শেষ সিদ্ধান্ত নিলাম প্রশ্ন যাই আসুক না কেনো ১৫০-১৬০ টা দাগাবো মার্কস ঠিকই ১২০+ আসবে। Live MCQ এর কোর্স করার পরে বেশি আনকমন আসবে না হলে।
যে কথা সেই কাজ ১২০+ থাকে Live MCQ এর হিসাবে। রেজাল্ট ও আসছে। ধন্যবাদ এই প্ল্যাটফর্মকে।
পুরো প্রিপারেশনটাই ছিল আমার অনলাইন ভিত্তিক
পুরো প্রিপারেশনটাই ছিল আমার অনলাইন ভিত্তিক। অনলাইনে এই প্রস্ততির ক্ষেত্রে অনেকটা অদ্বিতীয়ভাবে ভরসা রেখে আমি চেষ্টা করে গিয়েছিলাম। ধন্যবাদ Live MCQ টিমকে।