প্রিয় চাকরিপ্রার্থীগণ, সবাইকে Live MCQ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য Live MCQ-এর নতুন রুটিন ও নতুন ডিসকাউন্ট অফার সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম।
আপনারা জেনে আনন্দিত হবেন যে ১ মিলিয়নের অধিক ব্যবহারকারী নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে Live MCQ পথ চলার ৮ম বর্ষে পদার্পণ করে। এই পথ চলায় আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিল পারস্পরিক আস্থা ও ভালোবাসার।
এই সুদীর্ঘ পথচলায় আমাদের রয়েছে ৩৮-৪৬তম বিসিএসের সফল প্রস্তুতি প্রোগ্রাম পরিচালনা করার অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে ২টি স্পেশাল বিসিএস (স্বাস্থ্য)। Live MCQ এর প্রোগ্রাম ব্যবহার করে এখন পর্যন্ত অসংখ্য পরীক্ষার্থী বিসিএস ক্যাডার হয়েছেন যার প্রকৃত সংখ্যা আমাদের অজানা এবং এই সংক্রান্ত হিসাবও আমরা রাখি না। অনেকেই ভালোবাসা থেকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন, মেসেজ করেন, ফোন এবং কমেন্টের মাধ্যমে তাদের অনুভূতি জানান, কিন্তু সেটার লিস্ট কখনো বানানো হয়নি। সম্প্রতি Live MCQ ব্যবহার করে যেসব চাকরি প্রার্থী সফল হয়েছেন তাদের অনুভূতি গুলো সফলদের কথা ও অনুপ্রেরণার গল্প নামে আমাদের ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে শেয়ার করা শুরু করেছি যা নতুন চাকরি প্রত্যাশীদের লক্ষ্যে অবিচল থাকতে সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস।
বিসিএস প্রস্তুতি নিয়ে দীর্ঘ সময়ের প্রোগ্রাম পরিচালনা করার অভিজ্ঞতা এবং লাখ লাখ ব্যবহারকারীর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি একজন নতুন চাকরি প্রত্যাশী যিনি সম্প্রতি বিসিএস প্রস্তুতি শুরু করেছেন এবং একজন অভিজ্ঞ চাকরি প্রত্যাশী যিনি দীর্ঘ সময় ধরে বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতির প্যাটার্ন অনেকটাই ভিন্ন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা সম্পূর্ণ বিসিএস প্রস্তুতির জার্নিকে নতুনদের বিসিএস প্রস্তুতি এবং অভিজ্ঞদের বিসিএস প্রস্তুতি নামে ২টি ভাগে বিভক্ত করেছি। যার ফলে একজন চাকরিপ্রার্থী নতুন বা পুরাতন যে পর্যায়েই থাকুক না কেন আমাদের তৈরি করা কাস্টমাইজড প্রোগ্রাম থেকে প্রস্তুতি নিতে পারবেন সহজেই।
নতুন এবং অভিজ্ঞ সকল চাকরি প্রত্যাশীগণের প্রস্তুতির দিকে বিশেষ গুরত্বারোপ করে আমরা শুরু করেছি ৪৭তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন। নতুন এই রুটিন অনুসরণ করে আপনি ২০০ দিন, ১৪০ দিন, ৯০ দিন, ৭৫ দিন, ৭০ দিন, ৬০ দিন, ১৩৫ মার্ক কভার এবং বিসিএস জব সল্যুশন রিভিশন এর রুটিন অনুসরণ করে ৪৭তম বিসিএস প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।
শুধু তাই নয় ৪৭তম বিসিএস পরীক্ষার প্রাক্বালে অভিজ্ঞদের বিসিএস প্রস্তুতি বাটনে পেয়ে যাবেন সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্টসহ মোট ৯ টি প্রস্তুতিমূলক রুটিন।
আপনার প্রস্তুতির সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো একটি রুটিন অনুসরণ করে একটা গোছানো প্রস্তুতি নিতে পারবেন খুব সহজেই। আর প্রস্তুতি যতোটা গোছানো হবে ততটাই আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় ভালো করার সুযোগ বাড়বে। তাছাড়া Live MCQ অ্যাপে রুটিনগুলো সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, যেকোনো সময় জয়েন করলেও নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে। Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ নিয়েই নতুন এই রুটিনসমূহে পরীক্ষা দিতে পারবেন।

৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য নতুন ৯টি রুটিনের বিস্তারিত
২০০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি
- মোট পরীক্ষার সংখ্যা: ১৯০টি
- ডেইলি কুইজ: ১২০টি
- নতুনদের প্রস্তুতি: ৬০টি ও
- রিভিশন পরীক্ষা: ১০টি।
- লাইভ পরীক্ষা শুরু: ১৭ ডিসেম্বর, ২০২৪
আরও থাকছে-
- সেন্ট্রাল আর্কাইভ: ৪.৪ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ],
- ১০ম – ৪৬তম বিসিএস, ব্যাংকসহ ৮৫০টি জব সল্যুশন পরীক্ষার মোট প্রশ্ন: ৪৪ হাজার+,
- ৭০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF
১৪০ দিনে ৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক মিক্সড প্রস্তুতি
মোট পরীক্ষার সংখ্যা: ১০০টি
- ডেইলি কুইজ: ৬০টি
- ১৪০ দিনের বাটনের পরীক্ষা: ৩০টি
- রিভিশন পরীক্ষা: ১০টি
- লাইভ পরীক্ষা শুরু: ১ মার্চ ২০২৫
আরো থাকছে ⎯
- আর্কাইভের ৪.৬৭ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
- ১০০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF!
- 24/7 Career Consultancy!
- স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!
ডেইলি কুইজসহ নিয়মিত পরীক্ষার মাধ্যমে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য এটা অন্যতম প্রধান রুটিন হিসাবে বিবেচ্য। নতুন ও পুরনো – সবাই এই রুটিন ফলো করতে পারেন। যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন, এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।
৯০ দিনে ৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি
- মোট লাইভ পরীক্ষা: ২৫টি
- পরীক্ষা শুরু: ১০ মার্চ, ২০২৫
যারা একসাথে ১টি বিষয়ের সম্পন্ন করে প্রস্তুতি নিতে ভালোবাসেন, তাদের জন্য এই রুটিনটি আদর্শ স্টাডি প্ল্যান হতে পারে।
৭০ দিনে ৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি
- মোট লাইভ পরীক্ষা: ৩৫টি
- পরীক্ষা শুরু: ১০ এপ্রিল, ২০২৫
যারা একসাথে এক সাবজেক্ট পড়ে শেষ করতে চান, তাদের জন্য এই রুটিনটি আদর্শ স্টাডিপ্ল্যান হতে পারে।
৭৫ দিনে ৪৭তম বিসিএসের সমন্বিত প্রস্তুতি
- মোট লাইভ পরীক্ষা: ২৫টি
- পরীক্ষা শুরু: ২৬ এপ্রিল, ২০২৫
যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন, এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।
৬০ দিনে ৪৭তম বিসিএসের সমন্বিত প্রস্তুতি
- মোট লাইভ পরীক্ষা: ২০টি।
- পরীক্ষা শুরু: ১০ এপ্রিল, ২০২৫
৬০ দিনের রুটিনে পিএসসির সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে দুই বা তার অধিক সাবজেক্টের টপিক মিক্সড করে রুটিনটি সাজানো হয়েছে। যাদের এক সাবজেক্ট পড়তে বোরিং লাগে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই রুটিনটি আদর্শ হতে পারে।
বিসিএস সিলেবাসের ১৩৫ মার্ক কাভার করে গুরুত্বপূর্ণটপিকের উপর পরীক্ষা
- মোট লাইভ পরীক্ষা: ২০টি
- পরীক্ষা শুরু: ২২ এপ্রিল, ২০২৫
বিসিএসের সকল গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে সব সময় প্রশ্ন এসে থাকে; সেই টপিকগুলো সন্নিবেশিত করে এই রুটিনটি সাজানো হয়েছে। এই রুটিনটি সকল পরীক্ষার্থীর ফলো করা উচিত।
বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা
- মোট লাইভ পরীক্ষা: ১৫টি
- পরীক্ষার তারিখ: ১৮ মার্চ ২০২৫
১০-৪৬তম বিসিএসের সকল পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণয়ন করে মোট ১৫টি লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন হবে।
৪৭তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট পরীক্ষার রুটিন
- মোট লাইভ পরীক্ষা: ৪০টি
- সাবজেক্ট ফাইনাল: ২৫টি [২ রাউন্ড)
- ফুল মডেল টেস্ট: ১৫টি [২০০ মার্কস]
এছাড়াও Live MCQ অ্যাপে ইতোমধ্যে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য ২০০ দিনের এবং ১০০ দিনের রুটিন চলমান রয়েছে। আশা করছি রুটিনগুলো আপনার প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তুলবে।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Live MCQ আপনার চাকরির প্রস্ততির ওয়ান স্টপ সলিউশন যেখানে একটি অ্যাাপেই Exam Section, Study Section এবং Premium Section এ থাকা ফিচার গুলো থেকে বিসিএস প্রস্তুতির সকল প্রয়োজন মিটাতে পারবেন একজন চাকরি প্রত্যাশী। অভিজ্ঞ মেন্টরদের ক্লাস, বেস্ট স্ট্যাডি ম্যাটেরিয়াল/ PDF লেকচারশিট, হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রস্তুতির মান যাচাই, বিষয়ভিত্তিক প্রস্তুতিসহ চাকরির পরীক্ষার জন্য দরকারি সকল উপকরণ পাবেন একটি অ্যাপেই। এছারও একঘেয়ে চাকরির প্রস্তুতি কে আরও আনন্দদায়ক করতে Live MCQ Multiplayer Quiz Game তো থাকছেই!
আমরা জানি একজন চাকরিপ্রার্থী তাঁর চাকরির প্রস্তুতির জার্নিতে শুধুমাত্র বিসিএস প্রস্তুতিতেই সীমাবদ্ধ থাকেন না। সময়ের প্রয়োজনে একজন চাকরিপ্রার্থীকে বিসিএস ছাড়াও আরও নানান চাকরির প্রস্তুতি নেয়ার প্রয়োজন পরতে পারে। এছাড়াও প্রার্থীদের মধ্যে বিভিন্ন সময় ট্র্যাক পরিবর্তন করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো বিবেচনা করে আমরা একটি প্যাকেজেই সকল ধরনের চাকরির প্রস্তুতির ব্যবস্থা রেখেছি।
আপনারা জানেন যে, গত ৮ বছরে আমাদের প্রধান লক্ষ্য ছিলো
- আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ে সচেতন করা।
- আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ক স্ট্যাডির জন্য অধ্যবসায়ী, ধৈর্য্যশীল ও পরিশ্রমী মনোভাবের করে গড়ে তোলা।
- দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বল্পমূল্যে ক্যারিয়ার বিষয়ক সুযোগের সমতা তৈরি করা।
- আপনাদের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, যেখানে মূল পরীক্ষার আগেই আপনারা মূল পরীক্ষার একটি আবহ লাভ করবেন।
Live MCQ এই প্রচেষ্টায় কতটুকু সফল হয়েছে সেটা আপনারাই বিবেচনা করবেন। আমরা শুধু আপনাদের কাছ থেকে পাওয়া কিছু বিষয়ের কথা উল্লেখ করতে চাই। এই বিষয়সমূহই আমাদের বিগত ৭ বছরের সব থেকে বড় কিছু অর্জন।
Live MCQ-এর প্রতি আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থা। ❝Live MCQ শুধু একটি অ্যাপ নয়, এটা আবেগের নাম!❞ আপনাদের এই কথার পর আসলে আমাদের খুব বেশি চাওয়ারও আর কিছু থাকে না। এই ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসায় বর্তমানে আমরা ১ মিলিয়নের অধিক ইউজারের একটি বিশাল পরিবার!
শুভ কামনায় – Live MCQ
Leave A Comment