প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম।
আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে, পিএসসি “উপ-সহকারী কৃষি কর্মকর্তা”-এর ২৩৬০টি খালি পদ নিয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমাদের প্রত্যাশা, খুব দ্রুতই এর পরীক্ষার তারিখের ঘোষণাও আসবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্রিলিমিনারি (১০০), লিখিত (২০০) ও মৌখিক (৫০)—এই তিন ধাপে পরীক্ষা নেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০ এবং কৃষি বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে।
বড় নিয়োগ পরীক্ষাগুলোতে আবেদনকারীর সংখ্যা বেশি থাকে এবং পরীক্ষায় সাধারণত তীব্র প্রতিযোগিতা হয়ে থাকে। তাই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোতে নিজের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজন গোছালো প্রস্তুতি। আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে ইতোমধ্যে রুটিন অনুসারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির পরীক্ষা চলমান আছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিনে থাকছে-
- মোট পরীক্ষার সংখ্যা: ৪০টি
- টেকনিক্যাল (কৃষি) বিষয়ের পরীক্ষা: ৮টি
- বিষয়ভিত্তিক জেনারেল পার্টের পরীক্ষা: ১৯টি
- রিভিশন পরীক্ষা: ৫টি
- ফুল মডেল টেস্ট: ৮টি
- লাইভ পরীক্ষা শুরু: ২০ সেপ্টেম্বর, ২০২৪
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যোমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।
Leave A Comment