প্রিয় ব্যবহারকারীগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন উপ-সহকারী পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পিএসসির ঘোষণা অনুযায়ী, আগামী ১১ জুলাই ২০২৫ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩৬০টি খালি পদের এই বিশাল নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহের কমতি নেই। তাই এই পরীক্ষায় যে তীব্র প্রতিযোগিতা হতে যাচ্ছে – তা সহজেই অনুমেয়।
অন্যদিকে, পরীক্ষাও প্রায় দ্বারপ্রান্তে। এ প্রেক্ষাপটে বিষয়ভিত্তিক রিভিশন ও শেষ মুহূর্তের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা (২০), ইংরেজি (২০), সাধারণ জ্ঞান (২০) এবং কৃষি বিষয়ে (৪০) মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। এই ৪টি বিষয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারলেই এ পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
আপনাদের সুবিধার্থে, পিএসসির সিলেবাস অনুসারে Live MCQ-এর ‘৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি’ বাটনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন দেওয়া হচ্ছে। রুটিনের পাশাপাশি ৯ম-২০তম গ্রেড ও জব সল্যুশন বাটনের পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রস্তুতি অধিক কার্যকর হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিনে থাকছে-
মোট পরীক্ষার সংখ্যা: ১০টি
টেকনিক্যাল (কৃষি) বিষয়ের পরীক্ষা: ২টি
বিষয়ভিত্তিক জেনারেল পার্টের পরীক্ষা: ৪টি
ফুল মডেল টেস্ট: ৪টি
লাইভ পরীক্ষা শুরু: ১৯ জুন, ২০২৫
আর্কাইভের ইউনিক প্রশ্ন: ৫০০+টি
পরীক্ষার তারিখ সংক্রান্ত বিস্তারিত —
বিষয়ভিত্তিক পরীক্ষা:
➝ ১৯ জুন ২০২৫ — পরীক্ষা – ১: বাংলা ব্যাকরণ ও সাহিত্য (সম্পূর্ণ)
➝ ২১ জুন ২০২৫ — পরীক্ষা – ২: English Grammar and Literature
➝ ২৩ জুন ২০২৫ — পরীক্ষা – ৩: সাধারণ জ্ঞান – ১ (বাংলাদেশ বিষয়াবলি ও ভূগোল)
➝ ২৫ জুন ২০২৫ — পরীক্ষা – ৪: সাধারণ জ্ঞান – ২ (আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি)
➝ ২৮ জুন ২০২৫ — পরীক্ষা – ৫: কৃষি (টেকনিক্যাল) – ১
➝ ৩০ জুন ২০২৫ — পরীক্ষা – ৬: কৃষি (টেকনিক্যাল) – ২
মডেল টেস্ট:
➝ ২ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৭: ফুল মডেল টেস্ট – ১
➝ ৫ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৮: ফুল মডেল টেস্ট – ২
➝ ৭ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৯ ফুল মডেল টেস্ট – ৩
➝ ৯ জুলাই ২০২৫ — পরীক্ষা – ১০ ফুল মডেল টেস্ট – ৪
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যোমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।
উপসহকারী কৃষি কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাই
ঈদের পর “উপ-সহকারী কৃষি কর্মকর্তা”-এর জন্য সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট পরীক্ষা শুরু করা হবে। খুব শীঘ্রই রুটিন ঘোষণা করা হবে।
কাইন্ডলি আমাদের পেইজ ও গ্রুপের পোস্টগুলো খেয়াল রাখুন। ধন্যবাদ।