প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ মার্কের মধ্যে মানসিক দক্ষতা অংশে ১৫ মার্ক রয়েছে। গোছানো প্রস্তুতি থাকলেই খুব সহজেই এই অংশে ১৩-১৪ থেকে শুরু করে ফুল মার্কস্‌ পাওয়াও সম্ভব।

আপনাদের প্রস্তুতিকে আরো সুসংহত ও সুন্দর করার জন্য আমরা নতুন আঙ্গিকে মানসিক দক্ষতার ক্লাস ও পরীক্ষা শুরু হতে যাচ্ছে। মানসিক দক্ষতার নতুন এই ক্লাস ও পরীক্ষা সিরিজে বিসিএসের মানসিক দক্ষতা অংশের সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে রুটিন সাজানো হয়েছে।

 

মানসিক দক্ষতা প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাস সিরিজ ও পরীক্ষার রুটিনে থাকছে-

  • লাইভ ক্লাস শুরু: ২২ জানুয়ারি, ২০২৫
  • মোট লাইভ ক্লাস: ১৪টি
  • মোট লাইভ পরীক্ষা: ৭টি
  • লাইভ পরীক্ষা শুরু: ৩০ জানুয়ারি, ২০২৫
  • দ্রষ্টব্য: প্রয়োজন অনুসারে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

মানসিক দক্ষতা প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাস সিরিজ ও পরীক্ষার রুটিন PDF ডাউনলোড

মানসিক দক্ষতা প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাস সিরিজ ও পরীক্ষার রুটিন  

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

 

Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

 

নিয়মিত রুটিন অনুসারে পড়াশোনার পাশাপাশি ক্লাস দেখুন, লেকচার PDF ও অন্যান্য বই থেকে পড়াশোনা করুন এবং Live MCQ অ্যাপ থেকে রিয়েল পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। আশা করি, এই ক্লাস ও পরীক্ষার সিরিজটি আপনার মানসিক দক্ষতার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে নিবে। ৪৭তম বিসিএস প্রস্তুতি হোক দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে।
Install Live MCQ App