প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন। পিএসসি সম্প্রতি নন-ক্যাডার [৯ম-১৩তম গ্রেড] পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ১৫ ডিসেম্বর, ২০২৪ থেকে। আমরা সকলেই জানি, PSC বিসিএস ছাড়াও ৯ম – ২০তম গ্রেডের চাকরির নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সরকারি বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে এবং প্রতি বছর এসব চাকরিতে প্রচুর জনবল নিয়োগ পেয়ে থাকে।

সরকারি হিসাবে বর্তমানে বিভিন্ন গ্রেডে ৬ লাখের বেশি পদ খালি রয়েছে যার একটি বড় অংশ হলো ৯-১৩তম গ্রেডের পদ। এসব পদের জন্য নিয়োগ পরীক্ষাগুলোতে প্রতিনিয়ত প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আর তাই এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য সুন্দর ও গোছানো প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিসিএস পরীক্ষা মাত্র ৪ বার দিতে পারবে – এই ধরণের সীমাবদ্ধতা প্রদান করা হয়েছে। তবে, নন-ক্যাডার বা ৯-১৩তম গ্রেডের চাকরিতে এই ধরণের কোন সীমাবদ্ধতা থাকছে না। সুতরাং, এই চাকুরিগুলোতে সবার জন্য যেকোন মুহূর্তে পরীক্ষা দেওয়ার এবং চাকরি পাওয়ার সুযোগ থাকছে।

দীর্ঘদিন থেকেই Live MCQ-তে ৯ম – ১৩তম ও ১৪তম – ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির ব্যবস্থা রয়েছে। তারই ধারাবাহিকতায় ৯-১৩তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য এই নতুন রুটিন প্রদান করা হচ্ছে। রুটিন অনুসারে প্রথমে ৫টি করে বিষয়ভিত্তিক ছোট ছোট পরীক্ষা হবে। ৫টি বিষয়ভিত্তিক পরীক্ষার পর একটি রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ৬টি পরীক্ষা পরপর একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।

৯ম – ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ৬৪টি
  • বিষয়ভিত্তিক পরীক্ষা – ৪৫টি
  • ফুল মডেল টেস্ট – ১০টি
  • রিভিশন পরীক্ষা: ৯টি
  • সেন্ট্রাল আর্কাইভ: ৪.৩৭ লাখ+ প্রশ্ন।

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করলেও ২০০ দিনে কোর্স ও সিলেবাস সম্পন্ন হবে।

৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করু

৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

এছাড়াও Live MCQ অ্যাপে ১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নতুন রুটিনে পরীক্ষা চলমান রয়েছে। আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যোমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।