প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ১২৫ দিনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম।
বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অন্য যেকোনো সময়ের তুলনায় প্রতিযোগীতাপূর্ণ। এতে ভালো ফলাফল বা চাকুরী নিশ্চিত করার জন্য ভালো প্রস্তুতির বিকল্প নেই। আমাদের প্ল্যাটফর্মে সারা বছর জুড়েই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি প্রোগ্রাম চালু থাকে।
বিসিএস প্রস্তুতির মতো প্রাইমারির বাটনেও দুইটি ডেইলি কুইজ এর পর একটি মূল টপিকের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। নতুন এই রুটিন অনুসারে ১২৫ দিনের মধ্যেই প্রাইমারির সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন করতে পারবেন।
আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন।
আরও দেখুন: প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF
আরও দেখুন: বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি রুটিনে থাকছে-
- মোট লাইভ পরীক্ষা: ১২১টি
- প্রাইমারি ডেইলি কুইজ – ৬৬টি
- মূল পরীক্ষা – ৩৫টি
- রিভিশন পরীক্ষা – ০৭টি
- ফুল মডেল টেস্ট – ১৩টি
- লাইভ পরীক্ষা শুরু: ১২ নভেম্বর, ২০২৪
- PDF সহ মোট ভিডিয়ো লেকচারের সংখ্যা: ৫৩টি
- আর্কাইভ: প্রায় ২৯,০০০ প্রশ্ন
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
Leave A Comment