প্রিয় চাকরির প্রার্থীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পেট্রোবাংলার প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতির স্পেশাল রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা অবগত আছেন যে, পেট্রোবাংলায় ২০২৪ সাল থেকে সকল পদের পরীক্ষার জন্য একসাথে সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে এরমধ্যে বেশ কয়েকটি পদের পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আমাদের এই কারিকুলাম ও রুটিন মূল পরীক্ষার জেনারেল পদগুলোর সম্পূর্ণ প্রস্তুতি এবং টেকনিক্যাল পদেরও ৬০% প্রস্তুতি সম্পন্ন করবে।
পেট্রোবাংলার প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতির স্পেশাল রুটিনে থাকছে-
- মোট পরীক্ষার সংখ্যা: ৩৬টি
- বিষয়ভিত্তিক প্রিলি পরীক্ষা – ২০টি
- বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা – ৮টি
- সমন্বিত ফুল মডেল টেস্ট – ৮টি
- লাইভ পরীক্ষা শুরু: ২ অক্টোবর, ২০২৪
আর্কাইভে আগের রাউন্ডের প্রশ্ন ও পরীক্ষার সংখ্যা:
- প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন: ১৩৫০টি;
- মোট প্রিলি পরীক্ষা ⎯ ৪০টি
- লিখিত পরীক্ষার প্রশ্ন: ৫০০ নম্বর;
- মোট লিখিত পরীক্ষা ⎯ ১৫টি
পেট্রোবাংলার প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতির স্পেশাল রুটিন PDF ডাউনলোড করুন
পেট্রোবাংলার প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতির স্পেশাল রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
পেট্রোবাংলার প্রিলি ও লিখিত প্রস্তুতির জন্য প্রস্তুতি সহায়ক স্টাডি ম্যাটেরিয়েলস্:
- Important 45 Argument Writing PDF
- Important 42 Focus Writing in Bangla PDF
- Important 47 Focus Writing in English PDF
- Important 40 Essay Writing PDF
- Live Written Weekly Editorials PDF
- গুরুত্বপূর্ণ ৬০টি বাংলা প্রবন্ধ রচনা PDF
- Important 10 Focus (Recent) PDF
- গুরুত্বপূর্ণ ২০টি আবেদন পত্র ও প্রতিবেদন PDF
এই রুটিন সার্কুলারে বর্ণিত পদগুলোর যতটুকু প্রস্তুতি সম্পন্ন করবে:
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ⎯ ১০০%
- সহকারী ব্যবস্থাপক (অর্থ) ⎯ ৬০%
- সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) ⎯ ৬০%
- সহকারী কর্মকর্তা (প্রশাসন) ⎯ ১০০%
- সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) ⎯ ৬০%
- উপ-সহকারী প্রকৌশলী ⎯ ৬০%
আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে শাণিত করবে এবং প্রতিযোগিতায় একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Leave A Comment