প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। আপনারা জানেন, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পরেও বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রায় ৭৫ হাজারের বেশি পদ খালি রয়েছে এবং এই সংখ্যাটি আরো বৃদ্ধি পাবে। এই খালি পদগুলো ১৮ ও ১৯তম নিবন্ধন থেকে পূরণ করা হবে।

১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন প্রার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশ নিলেও ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন পরীক্ষায় পাস করতে পারেননি। পাস নম্বর মাত্র ৪০! কিন্তু কেনো এই বিপুল পরিমাণ পরীক্ষার্থী প্রিলি পাস করতে পারেন নি? NTRCA কর্মকর্তাদের ভাষ্যমতে, দুটি কারণে নিবন্ধন প্রিলিতে ফেইল করে থাকেন। ১. পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারণা না থাকা, ২. নিয়মিত পড়াশোনা না করা! যেহেতু, NTRCA-এর প্রিলিমিনারি পরীক্ষায় পাস বা কাটমার্ক নির্দিষ্ট এবং তা মাত্র ৪০ নম্বর, তাই একটু এফোর্ট দিলেই প্রিলি উৎরে যাওয়া কোনো কঠিন বিষয় নয়।

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এই বছরেই হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই দেরি না করে প্রস্তুতি শুরু করা উচিত এখন থেকেই। Live MCQ-তে NTRCA-এর সিলেবাস বিশ্লেষণ করে সেগুলো ছোট ছোট ভাগ করে রুটিন প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সকল সাবজেক্টের ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF-এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যবস্থা রয়েছে।

১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে-

  • মোট পরীক্ষার সংখ্যা: ৮৪+টি
  • বিষয়ভিত্তিক পরীক্ষা: ৪৯টি
  • রিভিশন পরীক্ষা: ১১টি
  • রুটিন চলাকালীন ফুল মডেল টেস্ট: ২৪টি
  • আর্কাইভের প্রশ্ন: ১৬,৬৩৫টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
  • লাইভ পরীক্ষা শুরু: ৩০ জুন, ২০২৪

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

Install Live MCQ App

১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

সহজে পড়াশোনার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করে হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষার মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন ঘরে বসেই। আমাদের এই স্টাডিপ্ল্যান আপনার প্রস্তুতিকে সামনে আরো একধাপ এগিয়ে দিবে বলেই আমাদের বিশ্বাস।

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

Install Live MCQ App