প্রিয় ব্যবহারকারীগণ, ৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন।সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
বিসিএসসহ বেশিরভাগ চাকরির পরীক্ষার ক্ষেত্রে গণিত নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে ভীতি কাজ করে এবং অনেকেই গণিতে দুর্বলতা থাকায় এটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করেন। তবে সবাই আমাদের সাথে একমত হবেন যে, দক্ষতা অর্জন করতে পারলে গণিতে পূর্ণ মার্কস পাওয়া যায়। এটা সত্যি যে, গণিতে একদিনে দক্ষতা অর্জন সম্ভব নয়; প্রয়োজন নিয়মিত অনুশীলন। ভালো প্রস্তুতির জন্য অবশ্যই চাকরির প্রস্তুতির সময়ে প্রতিদিন ১/১.৩০ ঘণ্টা সময় গণিত অনুশীলনের জন্য রাখা উচিত।
আপনাদের সার্বিক প্রস্তুতির কথা বিবেচনা করে, Live MCQ সাবজেক্ট কেয়ার বাটনে ৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন প্রদান করা হচ্ছে। সাথে থাকছে ক্লাস ও লেকচার পিডিএফ।
৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
মোট লাইভ পরীক্ষা:
২৭টি
- লাইভ পরীক্ষা শুরু: ২৬ জানুয়ারি, ২০২৫
- মোট ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ২১টি
- আর্কাইভের প্রশ্ন: ৩৮,৩০০+টি [সমাধানসহ]
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড
৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
নিয়মিত রুটিন অনুসারে পড়াশোনার পাশাপাশি ক্লাস দেখুন, লেকচার PDF ও অন্যান্য বই থেকে পড়াশোনা করুন এবং Live MCQ অ্যাপ থেকে রিয়েল পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করুন।
আশা করি, নতুন এই রুটিনের মাধ্যমে আপনার গণিতের দুর্বলতা ও ভীতি দূর করে আত্মবিশ্বাস নিয়ে আসবে। মূল প্রিলির আগেই এই রুটিনের সকল পরীক্ষা সম্পন্ন হবে। আমাদের বিশ্বাস Math Master-এর নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার ৪৭তম বিসিএসের পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।
Leave A Comment