প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Business Administration বা IBA ব্যাংক ছাড়াও বেশ কিছু ৯ম-১০ম গ্রেডের চাকরির পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করে থাকে।
IBA ফ্যাকাল্টির নেওয়া উল্লেখযোগ্য কিছু পরীক্ষা হলো – ব্যাংক, NSI, সাধারণ বীমার বিভিন্ন পদ, পেট্রোবাংলার বিভিন্ন পদের পরীক্ষা, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর বিভিন্ন পদের পরীক্ষা ইত্যাদি। প্রায় সারাবছর জুড়েই বিভিন্ন সময়ে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে।
২০২৪ সাল থেকে পেট্রোবাংলার Combined নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এখন থেকে এই বিজ্ঞপ্তি Combined ভাবেই প্রকাশিত হবে। পরীক্ষাগুলোতে স্বাভাবিকভাবেই প্রশ্ন প্রণেতা হিসাবে থাকবে IBA ফ্যাকাল্টি! তাই এই পদগুলোর জন্য আলাদাভাবে সারাবছর ধরে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। English, Math, Analytical Writing ইত্যাদি সকল ক্ষেত্রে গোছানো ও সঠিক প্রস্তুতি প্রয়োজন।
আমাদের ইউজারগণ আলাদাভাবে সারাবছরজুড়ে IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির প্রস্তুতির রুটিনে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এবং শিক্ষার্থীদের দীর্ঘ দিনের চাহিদার কথা মাথায় রেখে এক্সাম সেকশনে আমাদের নতুন সংযোজন ❝IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরি ❞ প্রস্তুতির জন্য রুটিন।
IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
- লাইভ পরীক্ষা শুরু: ১৫ জানুয়ারি, ২০২৫
- মোট লাইভ পরীক্ষা: ৭০টি
- বিষয়ভিত্তিক: ৪০টি
- রিভিশন পরীক্ষা: ১০টি
- ফুল মডেল টেস্ট: ২০টি
- সেন্ট্রাল আর্কাইভ: ৪.৫ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা ও সমাধানসহ]
এছাড়াও Live MCQ – তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড
IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে। IBA-এর পূর্বের প্রশ্নের প্যাটার্ন ও সিলেবাস অনুসরণ করে বর্তমান এই কোর্সটি সাজানো হয়েছে। কোর্সের জন্য প্রয়োজনীয় সাজেশন ও স্টাডি ম্যাটেরিয়ালস্ সরবরাহের প্রচেষ্টা থাকবে।
আশা করি এই কোর্সটি আপনাদের IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে নতুন মাত্রা দিবে এবং পেট্রোবাংলা, ব্যাংক ইত্যাদিসহ সকল পদের প্রস্তুতি আরো শাণিত হবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।
Leave A Comment