প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।
পিএসসি প্রদত্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের গুরুত্বপূর্ণ একটি ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই অংশ থেকে ১০ মার্কস থাকে। নিয়মিত পড়াশোনা ও চর্চার মধ্যে থাকলে এই অংশে ৮/৯ সহজেই পাওয়া যায়।
আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।
৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ১১টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে ক্লাস ও লেকচার PDF।
৪৭তম বিসিএস ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
- মোট লাইভ পরীক্ষা: ১১টি
- ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ১৫টি
- সেন্ট্রাল আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্নসংখ্যা: ৮,৫০০+ [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
- লাইভ পরীক্ষা শুরু: ২০ অক্টোবর, ২০২৪
- এছাড়াও থাকছে⎯
- টপিকগুরু ও Random Quiz থেকে যত খুশি কুইজ দেওয়ার সুযোগ।
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
Leave A Comment