প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিশাল এই নিয়োগকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই শুরু করেছি ১৩০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতিমূলক রুটিন। এখানে ৩৫টি বিষয়ভিত্তিক মিক্স পরীক্ষার মাধ্যমে ১৩০ দিনে সিলেবাস সম্পন্ন করা হবে। আরও রয়েছে সাবজেক্ট কেয়ারের ক্লাস এবং পরীক্ষা।


১৩০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ৩৫টি
  • পরীক্ষা শুরু: ১ সেপ্টেম্বর, ২০২৪
  • মোট ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ৬১৫টি
  • আর্কাইভের প্রশ্ন: ৪.২ লাখ [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]

Live MCQ-তে সবগুলো বাটনেই সারাবছর জুড়ে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। যেকোনো সময় পরীক্ষা দেওয়া শুরু করলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরো সিলেবাস সম্পন্ন হবে।

১৩০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

১৩০ দিনে ৪৭তম বিসিএস  প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

Live MCQ-এর যেকোনো ১টি প্রিমিয়াম প্যাকেজ থাকলেই এই পরীক্ষাগুলোর পাশাপাশি অন্যান্য বাটনের পরীক্ষাও দিতে পারবেন। উল্লেখ্য, Live MCQ-এর বার্ষিক ও ষাণ্মাসিক প্যাকেজে স্পেশাল ডিসকাউন্ট অফার চলমান রয়েছে। আশা করি, এই রুটিন ও ডিসকাউন্ট অফার আপনাদের পড়াশোনায় নতুন গতি সঞ্চার করবে এবং প্রস্তুতি শাণিত হবে।

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

Install Live MCQ App