প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বিসিএসের প্রস্তুতির ক্ষেত্রে বিগত বিসিএসের প্রশ্নগুলো সমাধান করা অত্যন্ত জরুরি। প্রতি বিসিএসেই বিগত বছরে আসা কিছু প্রশ্ন সরাসরি বা কিছুটা মডিফাই করে রিপিট করা হয়।
১০ম – ৪৬তম বিসিএস প্রিলিমিনারি মূল প্রশ্ন ও রিভিশন পরীক্ষার রুটিনে থাকছে-
- মোট পরীক্ষার সংখ্যা: ৫০টি।
- ১০ম – ৪৬তম বিসিএসের সকল প্রশ্নের উপর লাইভ পরীক্ষা ⎯ ৩৮টি
- বিসিএসের প্রশ্ন মডিফাই করে প্রণীত প্রশ্নে রিভিশন পরীক্ষা ⎯ ১২টি
- লাইভ পরীক্ষা শুরু: ১ জুন , ২০২৪
- Live MCQ আর্কাইভে ১০ম – ৪৬তম বিসিএসের সকল প্রশ্ন রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ সমাধান রয়েছে।
যেকোনো প্রিমিয়াম প্যাকেজ থাকলে পরীক্ষাগুলো ফ্রি থাকবে।
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
১০ম – ৪৬তম বিসিএস প্রিলিমিনারি মূল প্রশ্ন ও রিভিশন পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন
১০ম – ৪৬তম বিসিএস প্রিলিমিনারি মূল প্রশ্ন ও রিভিশন পরীক্ষা প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
১. জব সল্যুশনের পরীক্ষাগুলো না পড়ে দেওয়ার চেষ্টা করুন; কেননা পড়ে পরীক্ষা দিলে সেখানে প্রতিযোগীতার কিছু নেই; আপনি আগে থেকেই সবকিছু জানেন।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Leave A Comment