প্রিয় ব্যবহারকারীগণ, Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই, ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। ৪৭তম বিসিএস প্রস্তুতি বাটনে ৪৭তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী আগস্ট মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আমাদের বিশ্বাস, আপনারা মূল পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

বিসিএসের শেষ মুহূর্তের রিভিশন ও পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য Live MCQ-এর নিয়মিত আয়োজন এই সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্টের রুটিন। যেহেতু এই বছর সাবজেক্ট ফাইনালগুলো ২ রাউন্ড নেওয়া হবে, তাই ৪৭তম বিসিএসের জন্য এই পরীক্ষাগুলো একটু আগেই শুরু করা হচ্ছে। চূড়ান্ত পরীক্ষার তারিখ ও পড়াশোনার জন্য যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় – সেদিকটা লক্ষ্য রেখে রুটিনে গ্যাপ রাখা হয়েছে। ২০০ মার্কের ফুল মডেল টেস্টগুলো বিসিএসের মূল পরীক্ষার সিমুলেশন হবে। পাশাপাশি ১টি মডেল টেস্ট রিয়েল টাইমে হবে। অর্থাৎ বিসিএস পরীক্ষা যেমন সকাল ১০টায় শুরু হয়, তেমনিভাবে অ্যাপেও ১০টায় শুরু হবে এবং ১০-১৫ মিনিট পর আর লাইভ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

আমাদের বিশ্বাস এই ৪০টি সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট আপনার প্রস্তুতিকে ভিন্ন মাত্রা প্রদান করে আরো বেশি শাণিত করবে। পাশাপাশি আপনার চূড়ান্ত প্রস্তুতিকে অন্যদের তুলনায় একধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।

৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক রিভিশন ও ফাইনাল মডেল টেস্ট রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ৪০টি
  • সাবজেক্ট ফাইনাল: ২৫টি [২ রাউন্ড]
  • ২০০ মার্কের ফুল মডেল টেস্ট: ১৫টি
  • ১০-৪৬তম বিসিএস জব সল্যুশন [রিভিশনসহ]
  • ১ম রাউন্ডের পরীক্ষা শুরু: ২০ এপ্রিল, ২০২৫
  • ২য় রাউন্ডের পরীক্ষা শুরু: ১৫ জুন, ২০২৫
  • ৩য় রাউন্ডের পরীক্ষা শুরু: ২৬ জুলাই, ২০২৫
  • ফাইনাল মডেল টেস্ট শুরু: ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ফাইনাল মডেল টেস্টের আর্কাইভের সংখ্যা: ২৩০০০ [প্রায়] [আর্কাইভের সকল প্রশ্নের সাথে অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা রয়েছে।]

৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক রিভিশন ও ফাইনাল মডেল টেস্ট রুটিন PDF ডাউনলোড

৪৭তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট রুটিন (২য় রাউন্ড)

৪৭তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট রুটিন (১ম রাউন্ড)

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

বিসিএসসহ যেকোন চাকরির পরীক্ষায় শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য প্রয়োজন – রিভিশন এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে প্রস্তুতির অবস্থা যাচাই করা। Live MCQ-তে আপনি পাচ্ছেন, সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি যাচাইয়ের সুযোগ। এতে করে মূল পরীক্ষার আগেই পরীক্ষার হলের পরিবেশ, সময় ব্যবস্থাপনা, প্রশ্নের স্ট্যান্ডার্ড – ইত্যাদি বিষয় সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন।

 

আপনাদের সবার প্রস্তুতি আরো সুন্দর ও গোছানো হোক। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা!
Install Live MCQ App