প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা অবগত আছেন, Live MCQ থেকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত প্রস্তুতি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে।
বার কাউন্সিল অ্যাডভোকেটশীপ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে সাম্প্রতিক সময়ে বেশ পরিবর্তন এসেছে, গতানুগতিক প্রশ্নের পরিবর্তে বিজেএস প্যাটার্নের সমস্যামূলক প্রশ্ন আসার প্রবণতা দেখা যাচ্ছে। পরীক্ষায় সফল হতে তাই সিলেবাস ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির কোন বিকল্প নেই। আপনাদের প্রস্তুতিকে সুসংহত করতে Live MCQ ‘বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার’ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য লং কোর্সের আয়োজন করছে নতুন আঙ্গিকে।
বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিনে থাকছে-
- মোট লাইভ পরীক্ষা- ৫৫টি
- টপিকভিত্তিক পরীক্ষা- ২৮টি
- রিভিশন পরীক্ষা- ৯টি
- ফুল মডেল টেস্ট- ১২টি [প্রতিমাসের ২১ তারিখে একটি করে ফুল মডেল টেস্ট থাকবে।]
- লাইভ পরীক্ষা শুরু: ১ জানুয়ারি, ২০২৫
- আর্কাইভের প্রশ্নসংখ্যা: ৮০০০+টি [জব সল্যুশনসহ]
- বিষয়ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও PDF: ১৯টি
আরো থাকবে:
- বার কাউন্সিল ও BJS জব সল্যুশন ও টপিকভিত্তিক পড়াশোনার জন্য বার কাউন্সিলের টপিকগুরু!
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন
বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করছি এই লং কোর্স আপনাদের বার কাউন্সিল প্রস্তুতি আরো শাণিত করবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Leave A Comment