প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। ব্যাংক জবের পরীক্ষায় সাধারণত গণিত প্রশ্নের সংখ্যা অন্যান্য বিষয়ের প্রশ্নের তুলনায় বেশি থাকে। গণিতে প্রয়োজনীয় দক্ষতা ছাড়া ব্যাংক জব, বিসিএস বা অন্য যেকোনো চাকরির পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জন একপ্রকার অসম্ভব। বিশেষ করে ব্যাংকের পরীক্ষার প্রিলি, লিখিত পর্যায়ের প্রস্তুতির ক্ষেত্রে গণিত প্রস্তুতির উপর সর্বাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন।
গণিতে দক্ষ হবার জন্য আপনাকে নিয়মিত গণিত চর্চা করতে হবে। প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় ১ ১.৫ ঘণ্টা গণিত অনুশীলনের জন্য ব্যয় করতে হবে। রিসেন্ট জব সল্যুশন হতে বিগত প্রশ্নগুলো সমাধান করলে আপনার প্রস্তুতি আরো গোছানো হবে।
মূলত বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারী-বেসরকারী ব্যাংকের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য bank math master বাটনে বছরজুড়ে পরীক্ষা নেয়া চলমান থাকবে। আশা করি এই ক্লাস ও পরীক্ষাগুলো তথা “Bank Math Master” বাটনটি আপনাদের ব্যাংকের ম্যাথের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
- মোট পরীক্ষার সংখ্যা: ১৭টি
- লাইভ পরীক্ষা শুরু: ১৭ আগস্ট, ২০২৪
- PDF সহ মোট ভিডিয়ো লেকচারের সংখ্যা: ২২টি
- আর্কাইভের প্রশ্ন: ১,১৫০টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এবং BIBM প্রণীত সিলেবাসের সকল টপিক কাভার করে PDF সহ ২২টি ভিডিয়ো লেকচার রয়েছে।
Bank Math Master পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন
Bank Math Master পরীক্ষা প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Leave A Comment