প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। আপনারা জানেন, ব্যাংক নিয়োগের প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ লং কোর্সের রুটিনে পরীক্ষা চলমান রয়েছে। আশা করা যাচ্ছে, নভেম্বরের মধ্যেই ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগের পরীক্ষাগুলোর তারিখ প্রকাশিত হওয়া শুরু হবে।
আর তাই আপনার প্রস্তুতিকে আরো মজবুত করার জন্য ৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতি – স্পেশাল ব্যাচ শুরু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটি – প্রণীত সর্বশেষ ব্যাংক নিয়োগ সিলেবাস ও BIBM প্রণীত প্রশ্নের প্যাটার্ন ফলো করে সাজানো হয়েছে। সাপ্তাহিক ফুল মডেল টেস্ট ও ২৫টি বিষয়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ব্যাংক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে।
৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিনে থাকছে-
- মোট পরীক্ষার সংখ্যা: ২৫টি
- সাপ্তাহিক ফুল মডেল টেস্ট [প্রতি মঙ্গলবার]
- লাইভ পরীক্ষা শুরু: ৯ অক্টোবর, ২০২৪
- মোট ভিডিয়ো ক্লাস: ৪৭টি।
- আর্কাইভের প্রশ্ন: প্রায় ৩৮ হাজার [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
আরো থাকছে:
- ব্যাংক ম্যাথ ও English সাবজেক্ট কেয়ার ক্লাসসহ প্রস্তুতি।
- সারা বছরজুড়ে ব্যাংক প্রস্তুতি লং কোর্সের নিয়মিত পরীক্ষা।
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন
৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
যে পরীক্ষাগুলোর জন্য এই রুটিন প্রযোজ্য হবে:
- বাংলাদেশ ব্যাংক – সহকারী পরিচালক (জেনারেল)
- বাংলাদেশ ব্যাংক – অফিসার ও ক্যাশ অফিসার (জেনারেল)
- যেকোনো ব্যাংকের – সিনিয়র অফিসার (জেনারেল)
- যেকোনো ব্যাংকের – অফিসার ও ক্যাশ অফিসার (জেনারেল) ইত্যাদি।
- এছাড়াও টেকনিক্যাল পোস্টগুলোরও জেনারেল অংশের প্রস্তুতি হয়ে যাবে।
সকল বাটনের প্রশ্ন ও ব্যাখ্যাগুলো অবশ্যই নিয়মিত দেখে রাখলে প্রস্তুতি Stronger হবে। এছাড়া বিষয়ভিত্তিক কোনো দুর্বলতা থাকলে তা দূর করার জন্য Live MCQ অ্যাপের সাবজেক্ট কেয়ার বাটনে সকল সাবজেক্টের ক্লাসসহ পরীক্ষা রয়েছে। আশা করি ৭৫ দিনের স্পেশাল এই রুটিনটি আপনার ব্যাংক নিয়োগ প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হিসাবে ভূমিকা রাখবে।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Leave A Comment