প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছেন এবং পড়াশুনার সাথে আছেন। ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম।

ব্যাংকগুলোতে সারাবছর জুড়েই প্রস্তুতি চলমান থাকে। ২০২১ সালভিত্তিক প্রায় সকল পরীক্ষাই শেষ হয়েছে। খুব দ্রুতই ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগের পরীক্ষা শুরু হবে। Live MCQ ব্যাংক নিয়োগ প্রস্তুতি প্রোগ্রামেও তাই আমরা ২০২২ সালভিত্তিক নিয়োগের প্রস্তুতি শুরু করছি। নতুন এই রুটিনটি বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটি – প্রণীত সর্বশেষ ব্যাংক নিয়োগ সিলেবাস ও BIBM প্রণীত প্রশ্নের প্যাটার্ন ফলো করে সাজানো হয়েছে।

ব্যাংক নিয়োগ প্রস্তুতির নতুন এই রুটিন অনুসারে নতুন এবং অভিজ্ঞ যেকেউ-ই সহজেই নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারবেন। প্রস্তুতি যতোটা গোছানো হবে ততটাই আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় অংশগ্রহন করে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবেন।

ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ১০৬টি

  • ডেইলি কুইজ: ৬৮টি
  • মূল পরীক্ষা: ৩৮টি
  • ফুল মডেল টেস্ট: ২১টি [প্রতি মঙ্গলবার]
  • লাইভ পরীক্ষা শুরু: ৭ ডিসেম্বর, ২০২৪
  • মোট ভিডিয়ো ক্লাস: ৪৭টি।
  • আর্কাইভের প্রশ্ন: ৪১,১৪৭+টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
  • এছাড়াও ব্যাংক জব সল্যুশনসহ থাকবে স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, টপিকগুরু ইত্যাদি প্রিমিয়াম সার্ভিস

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

Install Live MCQ App

ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন    

ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

যে পরীক্ষাগুলোর জন্য এই রুটিন প্রযোজ্য হবে:

  • বাংলাদেশ ব্যাংক – সহকারী পরিচালক
  • বাংলাদেশ ব্যাংক – অফিসার ও ক্যাশ অফিসার
  • যেকোনো ব্যাংকের – সিনিয়র অফিসার
  • যেকোনো ব্যাংকের – অফিসার ও ক্যাশ অফিসার ইত্যাদি।

নিয়মিত বই পড়ার পাশাপাশি কোন বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে কিছু ব্যাপার মাথায় থেকে যাবে। প্রিলিমিনারিতে ১/২টা প্রশ্নও অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই, পাশ ফেল নিয়ে এতো না ভেবে পরীক্ষা দিতে থাকবেন। আশা করি ভাল কিছু হবে।

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।

Install Live MCQ App