প্রিয় ব্যবহারকারীগণ,আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।
আপনারা জানেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের বাংলা ব্যাকরণ অংশ থেকে ১৫ মার্কস থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে। আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। Live MCQ সম্পাদিত বাংলাবিদ ⎯ বাংলা ব্যাকরণ বইয়ের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।
৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ২১টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ৪৪টি ক্লাস ও লেকচার PDF।
আরও দেখুনঃ Live MCQ বাংলাবিদ ব্যাকরণ বই! কি থাকছে বইটিতে?
৪৭তম বিসিএস বাংলাবিদ ব্যাকরণ পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
- মোট লাইভ পরীক্ষা: ২১টি
- কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ৪৪টি
- আর্কাইভে পরীক্ষার সংখ্যা: ৮৮টি
- সেন্ট্রাল আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্নসংখ্যা: ৩৬,০০০+টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
- পরীক্ষা শুরু: ৯ নভেম্বর, ২০২৪
Leave A Comment