প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। আমরা জানি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষাটি অত্যন্ত প্রতিযোগীতাপূর্ণ। আর এতে সফল হওয়ার জন্য অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা ১৬ ও ১৭তম বিজেএস প্রস্তুতির প্রোগ্রাম সফলভাবে শেষ করেছি। তারই ধারাবাহিকতায় ১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য Live MCQ থেকে একটি লং কোর্সের আয়োজন করা হচ্ছে। নির্দিষ্ট রুটিন অনুসারে লাইভ পরীক্ষা ও ক্লাস দিয়ে সাজানো এই কোর্সটির মাধ্যমেই আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। ১০০টি লাইভ পরীক্ষা এবং ৪২টি ক্লাস নিয়ে সাজানো Live MCQ- এর ‘১৮তম বিজেএস (BJS) প্রিলি প্রস্তুতি লং কোর্স
- মোট লাইভ পরীক্ষা: ১০০টি
- আইন বিষয়ক – ৩৮টি
- জেনারেল পার্ট – ৪০টি
- রিভিশন পরীক্ষা – ১০টি
- ফুল মডেল টেস্ট – ১২টি
- পরীক্ষা শুরু: ১ অক্টোবর, ২০২৪
- মোট ভিডিয়ো ক্লাস: ৪২টি (বার ও বিজেএস) [প্রয়োজন অনুসারে বাড়ানো হতে পারে]
- জেনারেল পার্টের ক্লাস: ৬০০+ (সাবজেক্ট কেয়ারের সকল ক্লাস) [ধারাবাহিকভাবে নতুন ক্লাস সংযোজন হচ্ছে]
- বার ও বিজেএস জব সল্যুশন: ২২টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
- আর্কাইভে প্রশ্নসংখ্যা: ৮ হাজার+
(প্যাকেজের সাথে LIVE MCQ-এর BJS সিলেবাস সংশ্লিষ্ট সাবজেক্ট কেয়ার বাটনের ক্লাস ও পরীক্ষা ফ্রি থাকবে)
১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন
১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করছি নতুন এই স্টাডি প্ল্যানে আপনাদের ১৮তম বিজেএস (BJS) প্রিলি প্রস্তুতি আরো শাণিত করবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Leave A Comment