প্রিয় চাকরি প্রার্থীগণ ২০২৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট ৬৫৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আজ ৩১ অক্টোবর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকের ৩য় ধাপের চূড়ান্ত এই ফলাফল টি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের তৃতীয় ধাপের এই পরীক্ষায় ৬ হাজার ২০২ টি আসনের বিপরীতে পার্বত্য জেলাগুলো বাদা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ৪১৪ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।

আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

এক নজরে প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল দেখুন | Primary 3rd step final result 2024

এর পূর্বে গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। এবং গত ২১ এপ্রিল ২০২৪ তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রাকশিত হয়। যেখান থেকে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। গুচ্ছভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে ২৪৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।