২০২০ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদপ্রার্থীগণ আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ২০২০ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদের ৪র্থ ধাপে প্যানেল থেকে ফলাফল প্রকাশিত হয়েছে। Job ID: 10146 এর এই নিয়োগে সর্বমোট ৪০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রূপালী ব্যাংক পিএলসি তে ২৩ জন, জনতা ব্যাংক পিএলসি তে ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১ জন, রাজশাহী কৃষ উন্নয়ন ব্যাংকে ৩ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ২ জন প্রার্থী রয়েছেন।

এক নজরে সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদে ৪র্থ ধাপে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখে নিন

combined 9 bank senior officer general 4th step panel result 2024
Install Live MCQ App Button