প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক খুশি হবেন যে সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২৪ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ২৩ হাজার ৯১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় Focus Writing in English তে ৩৫ নম্বর, Focus Writing on Bangla তে ৩৫ নম্বর, General Knowledhe এ ৩০ নম্বর, Comprehension এ ২০ নম্বর, গণিতে ৩০ নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ২০ নম্বর এবং Argumentative writing in English এ ৩০ নম্বর থাকবে। এই বিজ্ঞপ্তির সাথে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আরও দেখুনঃ সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

সমন্বিত ব্যাংক ক্যাশ অফিসার টেলর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন

সমন্বিত ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার মানবন্টন কেন্দ্র তালিকা দেখুন

Download Live MCQ App

উল্লেখ্য যে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে সর্বমোট ২৪১৬ টি শূন্য পদের বিপরীতে ২০২১ সালভিত্তিক সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তির Job ID – 10183 ৭ টি ব্যাংকের জন্য আলাদা ভাবে শূন্য পদের সংখ্যাসোনালি ব্যাংক লিঃ ১২২৯টি, জনতা ব্যাংক লিঃ ৪৪৫টি, অগ্রণী ব্যাংক লিঃ ৪৫৫টি, রূপালী ব্যাংক লিঃ ২০টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিঃ ৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২২২ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১ টি।

Download Live MCQ App