প্রিয় চাকরি প্রার্থীগণ ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় বসবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের জন্য গত ৩১ মার্চ ২০২৪ তারিখে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। যেখানে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ টি এবং মাদ্রাসা, ব্যাবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি শূন্য পদের কথা উল্লেখ ছিল।

এক নজরে ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৪ দেখুন

৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ ২০২৪

৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল দেখবেন যেভাবেঃ

৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে NTRCA এর ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীর Applicant ID এবং Password প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।

উল্লেখ্য যে ৯৬ হাজার ৭৩৬ টি শূন্য পদের বিপরীতে ২৩ হাজার ৯৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন বলে জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা হয়েছিল গত ১০ মে ২০২৪ তারিখ পর্যন্ত।

পরবর্তীতে ২০ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্বরতে অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য সম্মতি প্রদান করা হল।

শর্তগুলো হলো—
১. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

২. প্রার্থীর পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) মন্ত্রণালয়কে জানাতে হবে।

৩. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাতে হবে।

Download Live MCQ App