প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৩তম বিসিএস নন ক্যাডার থেকে সহকারি শিক্ষক পদে ১৩৮ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ২৫ জানুয়ারি ২০২৪ এবং জন প্রশাসন মন্ত্রণালয়ের গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখের স্মারকের আদেশমূলে ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৩৮ জনের মধ্যে ৪০ জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভূগোল বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার), ৪৯ (উনপঞ্চশ) জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার), ৩৪ (চৌত্রিশ) জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার), ১৫ (পনের) জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) পদায়ন করা হয়।
৪৩তম বিসিএস নন-ক্যাডার থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রজ্ঞাপনের বিস্তারিত দেখুন
উল্লেখ্য যে, গত ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন–ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
Leave A Comment