প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, নভেম্বর মাসেই প্রকাশিত হচ্ছে – ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি। বর্তমানে শুধু বিসিএস নয়, প্রায় সকল চাকরির পরীক্ষাই প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে। দিন দিন এই প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।তীব্র এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আপনার কাঙ্খিত চাকরিটি পাওয়ার জন্য অনেক ভাল প্রস্তুতি থাকতে হবে। আর তাই চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পড়াশোনা ও প্রস্তুতির মধ্যে থাকা আবশ্যক।

একজন চাকুরীপ্রার্থীর পড়াশুনা বা প্রস্তুতির জন্য ২ থেকে ৫ বছর পর্যাপ্ত সময়। একজন সিরিয়াস চাকুরী প্রার্থীর কাঙ্খিত চাকুরী পেতে সাধারণত ২/৩টা বিসিএসের বেশি প্রয়োজন হয় না; যা বর্তমান সময়ের প্রেক্ষিতে বলা যায় – ২ থেকে ৫ বছর সময়ের মধ্যেই কাভার করা সম্ভব হবে।

আমরা মনে করি, Live MCQ-এর স্বাধীন যেকোনো একটি প্যাকেজের আওতাতেই একজন চাকুরীপ্রার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে যেতে পারবেন। চাকুরীর পরীক্ষা বর্তমানে ধৈর্য্যের পরীক্ষাও বটে; তাই মাঝপথে যারা ধৈর্য্য হারিয়ে পড়াশুনা থেকে দূরে সরে যান, তাঁদের জন্য কাঙ্খিত সফলতা অর্জন করাটা কষ্টসাধ্য হয়ে যায়। ছন্দে থাকার কোন বিকল্প নেই। আবার এতো লম্বা সময়ে ছন্দপতন হবে, এটাও স্বাভাবিক।

তবে যেহেতু Live MCQ-তে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হতেই থাকবে, তাই আপনার পড়াশুনা স্বাভাবিক এই উত্থান-পতনের মধ্যে থাকলেও, সার্বিকভাবে নিয়মিত থাকার একটা চাপ সবসময়ই থাকবে। দিনশেষে এই অধ্যবসায়ই আপনার সফলতা নির্ধারণ করবে। সার্বিক দিক বিবেচনা করে, ৪৮ ঘণ্টা সময়ের জন্য Live MCQ-এর স্বাধীন প্যাকেজগুলোতে Flash Sale অফার প্রদান করা হচ্ছে। পাশাপাশি ৫ বছর ও ৩ বছর মেয়াদী নতুন ২টি স্বাধীন প্যাকেজও Introduce করা হচ্ছে।

১ প্যাকেজেই ৪৭তম বিসিএস সহ সকল চাকরির প্রস্তুতি নিন

৪৮ ঘণ্টার Flash Sale এ স্বাধীন প্যাকেজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফারের বিস্তারিত

অফারের তারিখ: ১০ ও ১১ নভেম্বর, ২০২৪

৫ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ [নতুন]

  • মূল্য: ৩৩৯৯/- টাকা মাত্র
  • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৬৮০/- টাকা

এই প্যাকেজটি শুধু ১০ ও ১১ নভেম্বর ⎯ এই ২ দিনই ক্রয় করা যাবে।

৪ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ

  • মূল্য: ২৯৯৯ ২৭৯৯/- টাকা মাত্র
  • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৭০০/- টাকা

৩ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ [নতুন]

  • মূল্য: ২৫৯৯ ২৩৯৯/- টাকা মাত্র
  • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৮০০/- টাকা

২ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ

  • মূল্য: ১৯৯৯ ১৮৯৯/- টাকা মাত্র
  • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৯৫০/- টাকা

দ্রষ্টব্য:

  • চলমান কোন প্যাকেজ থাকলে উল্লিখিত প্যাকেজগুলো ক্রয় করা হলে মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে।
  • এই অফারের ফি সমূহের উপর রেফারেল বা স্টাডিগ্রুপের অতিরিক্ত ডিসকাউন্ট প্রযোজ্য হবে না।

প্যাকেজের সুবিধাসমূহ:

প্যাকেজগুলোর মেয়াদ অনুসারে,

  • ১ প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল বাটনের সকল লাইভ এবং আর্কাইভ পরীক্ষার এক্সেস।
  • আর্কাইভে Live MCQ-এর আগের সকল পরীক্ষার প্রায় ৪.২ লাখ+ Exclusive MCQ এবং রেফারেন্সসহ ব্যাখ্যার এক্সেস।
  • ৭০০+ রেকর্ডেড ক্লাসসহ আসন্ন সকল Video Class এবং PDF এর এক্সেস।
  • Premium Section-এর স্মার্টসার্চ, টপিকগুরু, জব সল্যুশন (টপিকভিত্তিক), কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেল, Audio Player-সহ সকল প্রিমিয়াম ফিচারের সুবিধা।
  • ভবিষ্যতে আসন্ন সকল প্রিমিয়াম ফিচারের এক্সেস।
Install Live MCQ App Button

সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য Live MCQ থেকে মোট ৬টি নতুন রুটিন ঘোষণা করা হয়েছে।

৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য নতুন ৬টি রুটিনের বিস্তারিত:

❐ ১৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি:

  • মোট লাইভ পরীক্ষা: ১০০টি
  • ডেইলি কুইজ: ৬০টি
  • ১৪০ দিনের বাটনের পরীক্ষা: ৩০টি
  • রিভিশন পরীক্ষা: ১০টি
  • পরীক্ষা শুরু: ১৭ নভেম্বর, ২০২৪

➝ ডেইলি কুইজসহ নিয়মিত পরীক্ষার মাধ্যমে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য এটা অন্যতম প্রধান রুটিন হিসাবে বিবেচ্য। নতুন ও পুরনো – সবাই এই রুটিন ফলো করতে পারেন।

➝ যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন ⎯ এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।

❐ ৯০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি:

  • মোট লাইভ পরীক্ষা: ৩০টি
  • পরীক্ষা শুরু: ৬ ডিসেম্বর, ২০২৪

➝ যারা একসাথে ১টি বিষয়ের সম্পন্ন করে প্রস্তুতি নিতে ভালোবাসেন, তাদের জন্য এই রুটিনটি আদর্শ স্টাডি প্ল্যান হতে পারে।

❐ ৭৫ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি:

  • মোট লাইভ পরীক্ষা: ২৫টি
  • পরীক্ষা শুরু: ১০ ডিসেম্বর, ২০২৪

➝ যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন ⎯ এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।

❐ ১৩৫ মার্ক কাভার করে গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা:

  • মোট লাইভ পরীক্ষা: ২০টি
  • পরীক্ষা শুরু: ১৮ ডিসেম্বর, ২০২৪

➝ বিসিএসের সকল গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে সব সময় প্রশ্ন এসে থাকে; সেই টপিকগুলো সন্নিবেশিত করে এই রুটিনটি সাজানো হয়েছে। এই রুটিনটি সকল পরীক্ষার্থীর ফলো করা উচিত।

❐ বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা:

  • মোট লাইভ পরীক্ষা: ১৫টি
  • পরীক্ষা শুরু: ফেব্রুয়ারি, ২০২৫

➝ ১০-৪৬তম বিসিএসের সকল পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণয়ন করে মোট ১৫টি লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন হবে।

❐ ৪৭তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট পরীক্ষার রুটিন:

  • মোট লাইভ পরীক্ষা: ৪০টি
  • সাবজেক্ট ফাইনাল: ২৫টি [২ রাউন্ড)
  • ফুল মডেল টেস্ট: ১৫টি [২০০ মার্কস]
  • পরীক্ষা শুরু: মূল প্রিলি পরীক্ষার ৫০ দিন পূর্বে এই বাটনে পরীক্ষা শুরু হয়।
  • বিষয়ভিত্তিক দুর্বলতা দূর করার জন্য ভিডিয়ো ক্লাসসহ থাকছে সাবজেক্ট কেয়ার বাটন।

দ্রষ্টব্য:

  • সবকিছুর Access পাবেন, Live MCQ-এর একটি প্রিমিয়াম প্যাকেজেই।
  • যেহেতু ১ প্যাকেজেই সকল বাটনের পরীক্ষা দেওয়া যায়, তাই পরীক্ষা বেশি দিলে খরচ বাড়ছে না। তাই সকল বাটনের প্রশ্ন ও ব্যাখ্যাগুলো অবশ্যই নিয়মিত দেখে রাখলে প্রস্তুতি Stronger হবে।

আশা করি আমাদের এই আয়োজন আপনার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিবে। সবার প্রস্তুতি সুন্দর ও গোছানো হোক। অনেক অনেক শুভকামনা।

শুভকামনায়,
Live MCQ ⎯ Since 2017

Install Live MCQ App