প্রিয় ব্যাবহারকারীগণ সফল ভাবে ৮ টি Award Mania সম্পন্ন হওয়ার পর চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য Live MCQ এ শুরু হয়েছে Award Mania Season 9! আগামী ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর Live MCQ অ্যাপে নিয়মিত ফ্রী পরীক্ষা দিয়ে জিতে নিনে iPad, Mi Smart Band, ও Portable Speaker!
মোট ১০৯ জন বিজয়ীদের জন্য থাকছে এসব পুরষ্কার। Live MCQ অ্যাপের ৪ টি বাটনের ৩২ টি পরীক্ষাকে কেন্দ্র করে এই পুরষ্কারগুলো প্রদান করা হবে। যার মধ্যে ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট ৪টি, ডেইলি কুইজ ১৪টি, ১৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি ৮ টি, BCS Job Solution Revision ৬ টি পরীক্ষা নির্ধারন করা হয়েছে।
Award Mania: Season 9 এর পুরষ্কার সমূহ:
১। iPad 10.2 (9th Gen) – ১টি
২। Mi Smart Band 9 – ৩টি
৩। Portable Speaker – ৫টি
৪। Live MCQ ব্রান্ডেড টি-শার্ট – ১০০টি
Award Mania Season 9 এর নির্ধারিত পরীক্ষাসমূহ:
Award Mania Season 9 এ বিজয়ী হওয়ার শর্তসমূহ:
প্রথম পুরস্কার iPad -এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- Award Mania: Season-9 এর জন্য নির্দিষ্ট ৩২টি পরীক্ষার মধ্যে ৩২টি (100%) পরীক্ষাতেই অংশগ্রহণ থাকতে হবে।
- পুরস্কারের জন্য প্রযোজ্য সবগুলো পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ জন বিজয়ী নির্বাচন করা হবে। এটি ১ম লটারি হিসাবে বিবেচিত হবে।
দ্বিতীয় পুরস্কার Mi Smart Band 9 এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- Award Mania: Season-9 এর জন্য নির্দিষ্ট ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩১টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
- কমপক্ষে ৩১টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ৩টি Mi Smart Band 9 বিজয়ী নির্বাচন করা হবে। এটি দ্বিতীয় লটারি হিসাবে বিবেচিত হবে।
তৃতীয় পুরস্কার Portable Speaker-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- Award Mania: Season-9 এর জন্য নির্দিষ্ট ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩০টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
- পুরস্কারের জন্য প্রযোজ্য ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩০টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে।
চতুর্থ পুরস্কার T-Shirt-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- Award Mania: Season-9 এর জন্য ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ২৮টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
- পুরস্কারের জন্য প্রযোজ্য ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ২৮টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ১০০ জন T-Shirt বিজয়ী নির্বাচন করা হবে।
বিশেষ দ্রষ্টব্য:
- ১০০% পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ সবগুলো লটারিতেই বিবেচিত থাকছেন। সুতরাং তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি থাকবে।
- পরীক্ষায় পাস করার কোন শর্ত নেই; শুধু নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণই মূল শর্ত হিসাবে বিবেচিত হবে।
Award Mania Seasin 9 এর অন্যান্য শর্তসমূহ:
- Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই Live MCQ প্রোফাইল পরীক্ষার্থীর আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করা থাকতে হবে। তাই, আপনার Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।
- কোন পরীক্ষার্থীর প্রোফাইলে অশালীন, আপত্তিকর বা রুচিহীন ছদ্মনাম অথবা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে, তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে। আমাদের পরামর্শ হলো – Award Mania-এর সময়টুকু আপনার অরিজিনাল নাম দিয়ে প্রোফাইল আপডেট করে রাখাটাই উত্তম।
- Award Mania: Season-9-এর সকল পুরস্কার বিজয়ীকে Live MCQ-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে পুরস্কার Claim করতে হবে।
- সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং সবাইকে আমাদের দেওয়া নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
দ্রষ্টব্য: বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania : Season ⎯ ৯ এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
Good
Thanks.
Live MCQ অ্যাপ সংক্রান্ত যেকোন তথ্য জানতে কাইন্ডলি আমাদের পেইজে ইনবক্স করে জানাবেন।
পেইজে মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq
অথবা, কল করুন:
📱 01701-377322
Good
ধন্যবাদ।