প্রিয় ব্যাবহারকারীগণ সফল ভাবে ৭ টি Award Mania সম্পন্ন হওয়ার পর চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য Live MCQ এ শুরু হয়েছে Award Mania Season 8! আগামী ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর Live MCQ অ্যাপে নিয়মিত ফ্রী পরীক্ষা দিয়ে জিতে নিনে iPad, Live MCQ English Wizard বই, Live MCQ প্রিমিয়াম টি-শার্ট, এবং Live MCQ প্রিমিয়াম মাসিক প্যাকেজ! অক্টোবর মাসে মোট ৩০১ জন বিজয়ীদের জন্য থাকছে এসব পুরষ্কার। Live MCQ অ্যাপের ৩ টি বাটনের ৩১ টি পরীক্ষাকে কেন্দ্র করে এই পুরষ্কারগুলো প্রদান করা হবে। যার মধ্যে ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট ৩টি, ডেইলি কুইজ ১৮টি, নতুনদের বিসিএস প্রস্তুতি ১০টি পরীক্ষা নির্ধারিত করা হয়েছে।
Award Mania: Season 8 এর পুরষ্কার সমূহঃ
- iPad 10.2 (9th Gen) ⎯ ১টি
- English Wizard Book ⎯ ৫০টি ও
- Live MCQ T-Shirt ⎯ ১০০টি
- ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট পরীক্ষায় ৫০ জন করে মোট ⎯ ১৫০ জন পাবেন Live MCQ মাসিক প্রিমিয়াম প্যাকেজ!
Award Mania Season 8 এর নির্ধারিত পরীক্ষাসমূহ:
Award Mania: Season 8-এর শর্তসমূহঃ
প্রথম পুরস্কার iPad -এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- Award Mania: Season-8 এর নির্দিষ্ট ৩১টি পরীক্ষার মধ্যে ন্যূনতম ২৮টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
দ্বিতীয় পুরস্কার English Wizard Book-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- Award Mania: Season-8 এর নির্দিষ্ট ৩১টি পরীক্ষার মধ্যে ন্যূনতম ২৬টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
তৃতীয় পুরস্কার Live MCQ T-Shirt-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- Award Mania: Season-8 এর নির্দিষ্ট ৩১টি পরীক্ষার মধ্যে ন্যূনতম ২৪টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
বিশেষ পুরস্কার – মাসিক প্রিমিয়াম প্যাকেজের জন্য বিবেচিত হওয়ার শর্ত:
- প্রতিটি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট থেকে ২০%-এর বেশি মার্ক পেলে লটারির মাধ্যমে ৫০ জনকে Live MCQ মাসিক প্রিমিয়াম ফ্রি প্যাকেজ প্রদান করা হবে।
- অক্টোবর মাসের ৩টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্টে ৫০ জন করে মোট ১৫০ জনকে এই Live MCQ মাসিক প্রিমিয়াম ফ্রি প্যাকেজ টি প্রদান করা হবে।
Award Mania Season 8 এর অন্যান্য শর্তসমূহ:
- Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই পরীক্ষার্থীকে Live MCQ প্রোফাইলে আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে। তাই, Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।
- প্রোফাইলে অশালীন নাম বা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে।
- Award Mania: Season-8 এর iPad ও English Wizard Book বিজয়ীদেরকে Live MCQ অফিসিয়াল গ্রুপে পাবলিক পোস্টের মাধ্যমে পুরস্কার Claim করতে হবে। Live MCQ T-Shirt-এর ক্ষেত্রে এটি শিথিলযোগ্য; তবে Claim করা হলে সেটা আমরা Appreciate করবো।
- সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং সবাইকে আমাদের দেওয়া নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
- বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania : Season – 8 – এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
অন্যান্য সাধারণ শর্ত সমূহ:
- Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই পরীক্ষার্থীকে Live MCQ প্রোফাইলে আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে। তাই, Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।
- প্রোফাইলে অশালীন নাম বা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে।
- Award Mania: Season-8-এর iPad ও English Wizard Book বিজয়ীদেরকে Live MCQ অফিসিয়াল গ্রুপে পাবলিক পোস্টের মাধ্যমে পুরস্কার Claim করতে হবে। Live MCQ T-Shirt-এর ক্ষেত্রে এটি শিথিলযোগ্য; তবে Claim করা হলে সেটা আমরা Appreciate করবো।
- সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং সবাইকে আমাদের দেওয়া নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
- পুরস্কারের শর্তপূরণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
- লটারির প্রোগ্রাম Live MCQ ফেসবুক গ্রুপ ও পেইজে লাইভ সম্প্রচার করা হবে।
- বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania : Season 8- এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ প্রস্তুতি প্ল্যাটফর্মে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ ইনস্টল করুন।
I want to participate this programme. It’s a great platform for good preparation.
Award Mania তে অংশগ্রহণ করতে অনুগ্রহ করে Live MCQ অ্যাপটি ইন্সটল করুন।
Live MCQ এন্ড্রয়েড অ্যাপ লিংক
আইফোন ভার্সন লিংক
প্রস্তুতি সংক্রান্ত সহযোগিতার প্রয়োজনে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
Yes
আমার সাটিফিকেটে বয়স ২৩-০৮-২০০৫। কিন্তু আমার জন্ম নিবন্ধন এ বয়স ২৩-০৮-২০০৩ এখন জন্ম নিবন্ধন অটো অনলাইন হয়ে গেছে। আমাদের এই দিকে বোর্ড অফিস বন্ধ বাংলাদেশের সকল পরিস্থিতির কারনে। এখন সংশোধনের অনলাইন ওয়েবসাইট ও কাজ করতেছে না। এখন আমি আবেদন করতে পারব?
একটু বললে সাহায্য হবে😪
অনুগ্রহ করে জানাবেন আপনি কোন সার্কুলারে আবেদনের বিষয়ে জানতে চাইছেন?