প্রিয় ব্যাবহারকারীগণ সফল ভাবে ৯ টি Award Mania সম্পন্ন হওয়ার পর চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য Live MCQ এ শুরু হয়েছে Award Mania Season 10! আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর Live MCQ অ্যাপে নিয়মিত ফ্রী পরীক্ষা দিয়ে জিতে নিনে iPad, English Wizard Grammar সহ ২০১টি পুরষ্কার। মোট ২০১ জন বিজয়ী এই পুরষ্কারগুলো পাবেন।

Live MCQ অ্যাপের ৩ টি বাটনের ৩৬ টি পরীক্ষাকে কেন্দ্র করে এই পুরষ্কারগুলো প্রদান করা হবে। যার মধ্যে ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট – ৫টি, ডেইলি কুইজ (২০০ দিনের রুটিন) – ২০টি, নতুনদের বিসিএস প্রস্তুতি (২০০ দিনের রুটিন) -১১টি পরীক্ষা রয়েছে।

Award Mania: Season 10 এর পুরষ্কার সমূহ:

🏆 মোট পুরস্কার: ২০১টি

১। iPad 10.2 (9th Gen) – ১টি

২। English Wizard Grammar – ১০০টি

৩। Live MCQ ব্রান্ডেড টি-শার্ট – ১০০টি

Award Mania: Season 10 এর নির্ধারিত পরীক্ষাসমূহ:

Install Live MCQ App Button

Award Mania Season 10 বিজয়ী হওয়ার শর্তসমূহ:

প্রথম পুরষ্কার iPad – এর জন্য বিবেচন হওয়ার শর্ত:

Award Mania: Season-10 এর জন্য নির্দিষ্ট ৩৬টি পরীক্ষার মধ্যে ৩৬টি (১০০%) পরীক্ষাতেই অংশগ্রহণ থাকতে হবে এবং লটারির মাধ্যমে ১ জন বিজয়ী নির্বাচন করা হবে।

দ্বিতীয় পুরস্কার English Wizard বইয়ের জন্য বিবেচিত হওয়ার শর্ত:

  • Award Mania: Season-10 এর জন্য নির্দিষ্ট ৩৬টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩৫টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
  • কমপক্ষে ৩৫টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

তৃতীয় পুরস্কার Live MCQ ব্রান্ডেড টিশার্টের জন্য বিবেচিত হওয়ার শর্ত:

  • Award Mania: Season-10 এর জন্য নির্দিষ্ট ৩৬টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩৩টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
  • কমপক্ষে ৩৩টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

বিশেষ দ্রষ্টব্য:

  • ১০০% পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ সবগুলো লটারিতেই বিবেচিত হবেন। সুতরাং তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি থাকবে।
  • পুরস্কার পাওয়ার জন্য পরীক্ষায় পাস করার কোন শর্ত নেই; শুধু নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণই মূল শর্ত হিসাবে বিবেচিত হবে।

Award Mania Seasin 9 এর অন্যান্য শর্তসমূহ:

  • Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই Live MCQ প্রোফাইল পরীক্ষার্থীর আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করা থাকতে হবে। তাই, আপনার Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।
  • কোন পরীক্ষার্থীর প্রোফাইলে অশালীন, আপত্তিকর বা রুচিহীন ছদ্মনাম অথবা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে, তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে, সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে। আমাদের পরামর্শ হলো – Award Mania-এর সময়টুকু আপনার অরিজিনাল নাম দিয়ে প্রোফাইল আপডেট করে রাখাটাই উত্তম।
  • Award Mania: Season-10-এর iPad বিজয়ীকে Live MCQ-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে পুরস্কার Claim করতে হবে। অন্যরা পোস্টে কমেন্ট ও Google Form পূরণ করে Claim করতে পারবেন।
  • সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং সবাইকে আমাদের দেওয়া নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

দ্রষ্টব্য: বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania : Season ⎯ ১০ এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে

Install Live MCQ App Button