প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুসংবাদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যাতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত / আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি পুনঃনির্ধারন করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীনে থাকা অর্থ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে নিম্নোক্ত নতুন ফি নির্ধারন করা হয়েছে –

পদের গ্রেড

পরীক্ষা ফি হার (টাকা)

৯ম গ্রেড বা তদুর্ধ (নন ক্যাডার)

২০০/- (দুইশত টাকা)

১০ম গ্রেড

২০০/- (দুইশত টাকা)

১১তম থেকে ১২তম গ্রেড

১৫০/- (একশত পঞ্চাশ টাকা)

১৩তম গ্রেড

১০০/- (একশত টাকা)

১৭তম – ২০তম গ্রেড

৫০/- (পঞ্চাশ টাকা)

সকল গ্রেড (অনগ্রসর নাগরিক)

৫০/- (পঞ্চাশ টাকা)

এক নজরে সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে জারিকৃত প্রজ্ঞাপন টি দেখুন

Install Live MCQ App Button

তবে নতুন এই পুননির্ধারন করা ফি এর কিছু শর্ত রয়েছে –

ক) টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও অনলাইনে আবেদন ও “পরীক্ষা ফি” গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে “পরীক্ষা ফি” বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের ১৫% ভ্যাট হিসাবে আদায় করা যাবে। উদাহরণস্বরূপ: ১৩-১৬ গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ১০০ টাকার সর্বোচ্চ ১০% অর্থাৎ ১০ টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উক্ত ১০ টাকার ১৫% অর্থাৎ ১.৫ টাকা VAT হিসাবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে ১০০+১০+১.৫=১১২ টাকা;

খ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক “পরীক্ষা ফি” বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে;

গ) “অনলাইন আবেদন” গ্রহণ না করা হলে “পরীক্ষা ফি” বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে;

ঘ) “পরীক্ষা ফি” বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের “১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড” এবং “০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬” এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে; এবং

ঙ) কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) “পরীক্ষা ফি” জমা করতে চাইলে “১- প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট)- পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)-অর্থনৈতিক কোড (২০৩১)” এ জমা করতে হবে।